Nusrat jahan: নুসরতকে তলব করল ইডি! ঠিক কী অভিযোগ?

।। প্রথম কলকাতা ।।

Nusrat jahan: নুসরতকে তলব করল ইডি। ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল নায়িকার বিরুদ্ধে। জোর গলায় দিন কয়েক আগে নুসরত বলেছিলেন “ইডি আমায় ডাকবে না”! এতো আত্মবিশ্বাসূী হয়েও রেহাই মিলল না। নুসরতকে নিয়ে বলছেন বিরোধীরা ঠিক কোন কোন কারণে নুসরত জাহানকে তলব করল ইডি? ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন নুসরত। অভিনেতা যশ দাশগুপ্তের পাশে দাঁড়িয়ে জোর দিয়েই তিনি দাবি করেছিলেন, ইডি তাঁকে ডাকবে না। কিন্তু তা হল না। ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার মামলায় এবার বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি।এই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে

নুসরতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় টাকা জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ। বদলে তাঁদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা না পেয়েছেন কোনও ফ্ল্যাট না ফেরত পেয়েছেন টাকা। বেশ কয়েকজন প্রবীণ নাগরিক ইডির দফতরে অভিযোগ জমা করেছিলেন। এবার সেই অভিযোগের ভিত্তিতেই ডাক পড়ল নুসরতের। আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। নুসরতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে। তাঁকেও ইডি দফতরে হাজিরা দিতে হবে মঙ্গলবার।

নিজের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন নুসরত জাহান। হাতে পেপার নিয়ে রীতিমত হিসেব দেখিয়েছিলেন। একের পর এক প্রশ্ন উঠে আসছিল সাংবাদিকদের তরফে। যেখানে তিনি দাবি করেছিলেন যে সংস্থা ঘিরে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সেই সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি নিজের ফ্ল্যাট কেনেন। আর তার ঋণ, তিনি সুদ সমেত ফিরিয়েও দেন। অভিযোগ ছিল ২০১৪-১৫ সালে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অভিনেত্রী নুসরত জাহান। সেই সংস্থা ব্যাঙ্ক কর্মীদের ফ্ল্যাট তৈরি করে দেওয়ার নাম করে টাকা তোলে। দাবি করেন, ২০১৭-র ১ মার্চ তিনি রিজাইন করেছিলেন সেই কোম্পানি থেকে।যদিও নুসরত জাহানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর ঘনিষ্ঠ মহল।

নুসরত জাহান নাকি বিপুল অঙ্কের টাকা দিয়ে পাম অ্যাভিনিউয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। তারপরেই ব্যাঙ্ক কর্মীরা গড়িয়া হাট থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন কিন্তু থানা সেই অভিযোগ নেয়নি। তারপরে আলিপুর আদালতে গিয়ে সরাসরি মামলা দায়ের করেন তাঁরা। সেই সময় আদালত তাঁকে সমন পাঠালেও হাজিরা এড়িয়ে যান অভিনেত্রী। সেই মামলাতেই এবার ইডি তলব করা হল অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে। এবার তিনি সত্যিই হাজিরা দিতে যান কিনা। তা তো সময়ই বলবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version