East West Metro: রবিবারেও চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো! বইমেলায় পৌঁছানো এবার আরও সহজ

।। প্রথম কলকাতা ।।

East West Metro: মেট্রো যাত্রীদের জন্য এক বড়সড় সুখবর। রবিবারেও চলাচল করবে ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro)। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতে যাত্রীদের কতটা সুবিধা হবে তা বলাই বাহুল্য। জানা গিয়েছে দুপুর বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল করবে। তবে এই সময়সীমা কেবলমাত্র রবিবারের জন্য। এই বিষয়ে চূড়ান্ত টাইম টেবিল মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে সম্ভবত শুক্রবার প্রকাশ করা হবে, এমনটাই জানা গিয়েছে।

উল্লেখ্য, কলকাতার সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্কে ২০২৩ সালের বই মেলা (Book Fair) শুরু হচ্ছে। ৩১ জানুয়ারি থেকে এটি ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত চলবে। অন্যান্য দিনগুলির তুলনায় বইমেলার সময় যাত্রীদের ভিড় যথেষ্ট বেশি থাকে। বিশেষ করে শুক্র, শনি এবং রবি এই তিন দিন ভিড় চোখে পড়ার মতো হয়। তাই যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিয়ে রবিবারেও ইস্ট ওয়েস্ট মেট্রো চালু রাখার আর্জি জানানো হয়েছিল। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যাত্রীদের কথা ভেবে রবিবারে পরিষেবা চালু রাখার পক্ষপাতি ইস্ট ওয়েস্ট মেট্রো।

বই মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই শুধুমাত্র কলকাতা নয় কলকাতার (Kolkata) আশেপাশে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এসে ভিড় জমান। ওর্য়াকিং ডে গুলিতে তেমন যাত্রীদের চাপ না থাকলেও শুক্র, শনি, রবি অর্থাৎ সপ্তাহের শেষের দিনগুলিতে ভিড় অনেকটাই বৃদ্ধি পায়। তাই কলকাতার রাস্তায় রাজ্য পরিবহন নিগমকে সরকারি বাসের সংখ্যা বাড়াতে হয়। এই মতো পরিস্থিতিতে ইস্ট ওয়েস্ট মেট্রো যদি রবিবার চলে তাহলে পরিবহন নিগমের উপর চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই রুটে বর্তমানে ২৮ জন চালককে নিয়ে সপ্তাহে ছয় দিন পরিষেবা দেওয়া হচ্ছে ১০৬ টি ট্রেনে। রবিবারই শুধু পরিষেবা বন্ধ থাকার কারণে চালকরা ছুটি পান। তবে যাত্রী পরিষেবা মসৃণ রাখতে রবিবারে মেট্রো চালাতে কর্তৃপক্ষের কোন আপত্তি নেই সম্ভবত ৬০ টি পরিষেবা রবিবার গুলিতে দেওয়া যাবে, এমনটাই প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত টাইম টেবিল সহ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version