Durga Puja 2024: দুর্গাপুজোর আর মাত্র ৯৮ দিন, আপনাদের জন্য হাজির সমস্ত দিনক্ষণ

।। প্রথম কলকাতা ।।

 

Durga Puja 2024: উমা আসছেন তাঁর বাপের বাড়ি। কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে বাঙালি। আর মাত্র ৯২টা দিন। তারপরেই রেডিওতে বেজে উঠবে ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরী’। বাংলার ঘরে ঘরে শোনা যাবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদার সেই কণ্ঠ। নীল আকাশে খেলা করবে পেঁজা পেঁজা তুলোর মত সাদা মেঘের দল। চারদিক চেয়ে যাবে কাশফুলে। শিউলির সুবাসে ভরে উঠবে বাড়ির উঠোন। কারণ মহালয়ার যে আর খুব দেরি নেই। আর মাত্র ৯২টা দিন। এখন থেকেই ক্যালেন্ডারে দাগ কাটতে শুরু করে দিয়েছে বাঙালি।

 

মন জানে শরৎ মানেই দুর্গাপুজোর গন্ধ। তবে এবার যেন বর্ষা আসতে না আসতেই শুরু হয়ে গেল পুজো পুজো রব। আর হবে নাই বা কেন, সারা বছরটা এই দিনটার জন্যই তো অপেক্ষা করে থাকি আমরা। প্রবাসীরা ঘরে ফেরে। পড়ুয়ারা পোটলা পুঁটলি বেঁধে ফিরে আসে মায়ের কোলে। চারটে দিন যে কোথা থেকে কীভাবে পেরিয়ে যায় আমরা কেউ বুঝতেও পারিনা। তার উপর শপিং-র ব্যাপারটাও আছে তো নাকি। নতুন নতুন স্টাইল, নতুন নতুন সাজগোজ। চারটে দিন সবকিছু ভুলে কেবল আনন্দ আর আনন্দ।

 

তা এবছর পুজোর তারিখটা দেখেছেন? কখন মায়ের বোধন? মহালয়াটাই বা কবে? অনেকেই হয়ত ব্যস্ততার কারণে তারিখটা খেয়াল করে উঠতে পারেননি। তবে চিন্তা নেই। আমরা দুর্গাপুজোর সমস্ত দিনক্ষণ নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য।

 

বেণীমাধব শিলের পঞ্জিকা বলছে এবছর মহালয়া পড়ছে ২ অক্টোবর, বুধবার। বাংলায় তা ১৫ আশ্বিন। এবছর দেবী আসবেন দোলা বা পালকিতে চড়ে। চলতি বছর দেবীর গমন হবে গজে বা হাতিতে।

 

এবছর পুজো শুরু হচ্ছে অর্থাৎ মহাপঞ্চমী পড়েছে ৮ অক্টোবর। মহাষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর। মহাসপ্তমী ১০ অক্টোবর এবং মহাষ্টমী ১১ অক্টোবর। তবে দুঃখের বিষয়, এবছর মহানবমী এবং মহাদশমী কিন্তু একই দিনে। ১২ অক্টোবরই পড়ছে মহানবমী এবং মহাদশমী। সেই হিসেবে এবছর মা একদিন কম থাকছেন। সেটা নিয়েও বাঙালির মন একটু খারাপই বটে। তবে মন খারাপ করার দরকার নেই।

 

কারণ উমা গেলেও মা লক্ষ্মী আরও কয়েকটা দিন তো থাকবেনই। এবছর কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে আগামী ১৭ অক্টোবর। এরপরেই ৩১ অক্টোবর আছে কালীপুজো। অর্থাৎ একেবারে পরপর যাকে বলে আর কী। তবে এখানেই শেষ নয়। বাঙালির বারো মাসের তেরো পার্বণ তো এই শুরু। এরপরই ৩ নভেম্বর রয়েছে ভাইফোঁটা। তাহলে আর দেরি কেন? এখন থেকেই শুরু করে ফেলুন প্ল্যান প্রোগ্রাম। বিশেষ করে শপিংটা তো কাল থেকেই শুরু করে দিন। আর স্কিন কেয়ারটাও ভুলবেন না যেন। পুজোর জন্য নিজেকে রেডি করতে হবে তো?

 

ওদিকে কুমোরটুলিতেও ব্যস্তত এখন তুঙ্গে। রথের পর থেকেই শুরু হয়ে যাবে প্রতিমা গড়ার কাজ। ফুল চাষীরাও এখন আকাশের দিকে তাকিয়ে। এবার বর্ষায় ভালো বৃষ্টি যেন হয়। তাহলে পুজোর সময় খাল বিল ভরে ভরে পদ্ম ফুটবে। ফুলের জোগাড় সহজ হবে। সবদিক দিয়েই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি।

https://fb.watch/t54Ti0Hx3_/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version