Rain in West Bengal: একনাগাড়ে বৃষ্টির কারণে জমিতে জমছে জল, মাথায় হাত আলু চাষীদের

।। প্রথম কলকাতা।।

Rain in West Bengal: গতকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে বৃষ্টি। শুধু তাই নয় একনাগাড়ে এই বৃষ্টির কারণে বেজায় সমস্যায় পড়েছেন বিভিন্ন চাষীরা। মাঠের ধান ঘরে তোলার সময় বিপত্তি! একেবারে পাকা ধানে মই দেওয়ার মত অবস্থা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছেন না চাষীরা। অন্যদিকে, ধান চাষের মত আলু চাষ করে আতঙ্কে ঘুম ছুটেছে চাষিদের। আলু জমিতে দাঁড়িয়ে গিয়েছে বৃষ্টির জল। বাংলার উপকূলবর্তী এলাকায় বুধবার রাত থেকেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দাপট। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টি আলু গাছ সহ্য করতে পারবে না বলেই অভিমত চাষিদের। এত আর ধান নয়! কয়েকদিন পর থেকেই আলু গাছ পচতে শুরু করবে। উঁচু জমিগুলিতে আলু কিছুটা টিকে থাকবে। তবে তাদেরও আলু পচবে। কাল সন্ধে থেকে একইভাবে বৃষ্টি পড়ছে। যে কারণে রীতিমত মাথায় হাত বিস্তীর্ণ এলাকার আলু চাষীদের।

ঘূর্ণিঝড়ের ফলে আবহাওয়া পরিবর্তনে সিঁদুরে মেঘ দেখছিল কৃষকরা। আর সেই আশঙ্কায় সত্যি হল। গতকাল থেকে একনাগাড়ে বৃষ্টির কারণে আলু জমিতে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। জমির জল কাটাতে এই বৃষ্টির মধ্যেই কোদাল হাতে জমিতে নেমে পড়েছেন কৃষকরা। রোপণ করা আলু বীজ নষ্ট হওয়ারও আশঙ্কা করছেন অনেক কৃষকরা। এই পরিস্থিতিতে হাজার হাজার টাকা ধারদেনা করে লোকসানের আশঙ্কায় হতাশ হয়ে পড়েছে কৃষকরা। এতে অকাল বৃষ্টিতে আলু চাষিদের স্বপ্ন বৃষ্টির জলে ভেসে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version