Dev: রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন দেব ? অভিনেতার ইঙ্গিতে শুরু জল্পনা

।। প্রথম কলকাতা।।

Dev: বড়দিনের আগেই আসছে দেবের নতুন ছবি। এখন জমিয়ে সেই ছবির প্রচার চালাচ্ছে টিম ‘প্রধান’। তার মাঝেই একটু সময় পেতেই নিজের মতো করে একটু সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়লেন অভিনেতা তথা দেব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবিও। আগামী ছবি ‘প্রধানে’র প্রোমোশনে ব্যস্ত দেব। আর এই সব ব্যাস্ত সিডিউলের মাঝেই লোকসভা নির্বাচন নিয়ে মুখ খুলতে দেখা গেল দেব কে। ফের কি তিনি প্রার্থী হতে চলেছেন ? অভিনেতার মন্তব্য ঘিরে ফের শুরু হল নয়া জল্পনা। দেব জানিয়েছেন, ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে। পাশাশি তিনি জানিয়ে দেন, ২০২৪-এ টিকিট পাব কি না, ভোটে লড়ব কি না এ নিয়ে এখনও ভাবার জায়গায় আসিনি। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন দেব ?

নিউজ ১৮ বাংলায় প্রকাশিত খবর অনুযায়ী , দেব জানিয়েছেন, সাংসদ হয়ে অবশ্যই মাটির অনেক কাছাকাছি যেতে পেরেছি৷ বন্যার মতো পরিস্থিতি সামনে থেকে দেখেছি৷ চিনতে পেরেছি বাস্তবটাকে৷ সুখ, দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি যতটুকু সম্ভব৷ তবে কেউই একশো শতাংশ সমস্যার সমাধান করতে পারে না৷ মানুষ হিসেবে সবারই কিছু খামতি থাকে৷ সেই কারণেই বলছি ,”ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে।”

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সবাইকে চমকে দিয়েই ২০১৪ সালে ঘাটাল থেকে দেবকে প্রার্থী করেছিল ৷ দেব ২০১৯-এও জয়ী হন ফের ঘাটাল কেন্দ্র থেকেই ৷ ইতিপূর্বে সংসদেও সরব হতে দেখা গিয়েছিল দেবকে। কারণ ঘাটালের প্রধান সমস্যা বন্যা আটকাতে কয়েক দশক ধরে আটকে থাকা ঘাটাল মাস্টার প্ল্যানকে কার্যকর করার দাবি ৷ শুধু তাই নয় ঘাটালের বন্যা কবলিত এলাকাতেও পৌঁছে যেতেন তিনি৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version