Tollywood: বকপাখি থেকে দধিমণি, ডাকসাইটে সুন্দরী নায়িকাদের ডাকনাম জানেন? রইল তালিকা

।। প্রথম কলকাতা ।।

 

Tollywood: কেউ দধিমণি তো কেউ বকপাখি, পর্দা কাঁপানো এই সুন্দরীদের ডাকনামগুলি জানেন? নাম শুনেই ভাবছেন, এমন ডাকসাইটে সুন্দরীদের এমন নামও থাকতে পারে? ভাবলেই হাসি চাপতে পারছেনা নেটিজেনরা। ভাবুন তো, পর্দা কাঁপানো কোনও সুন্দরীর নাম নাকি বকপাখি। ইশ, শুনলেই কেমন হাসি পাচ্ছে তাই না? আন্দাজ করতে পারছেন কি, কার কার কথা বলছি আমরা?

 

এটা তো সকলেই জানেন যে, বাঙালি মানেই দুটো নাম। একটা ভালো নাম আর একটা ডাক নাম। আপনারও আছে নিশ্চয়। থাকাটাই স্বাভাবিক, কারণ ডাকনামহীন বাঙালি খুঁজে পাওয়া সত্যিই দুস্কর। আর এই রীতির ব্যতিক্রম নন আমাদের টলিপাড়ার সেলেবরাও। আচ্ছা কীকরে ব্যতিক্রম হয় বলুন তো? সেলিব্রেটি হলেও তারাও তো সেই বাঙালিই নাকি। তবে মজার বিষয় হল, এই তাবড় তাবড় সেলেবদের নাম একটু বেশিই হাস্যকর।

 

এমনকি কেউ কেউ তো নিজেদের ডাক নামের কারণে লোকসমাজে লজ্জায় পড়ে যায়। জানেন কি মিমি, স্বস্তিকা, সায়ন্তিকা, রাইমাদের বাড়িতে কী বলে ডাকা হয়? চলুন না, আজ বরং একটু তাদের ডাকনাম গুলো নিয়েই চর্চা করা যাক।

 

ডাকনামের কথা উঠবে আর স্বস্তিকা মুখার্জির কথা হবেনা তাই কখনও হয় নাকি? আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারিণী এই সুন্দরীর ডাক নাম নাকি ‘ভেবলি’। প্রথমে নামটা কেবল বাড়ির লোকের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও, প্রসেনজিৎ আর ঋতুপর্ণ ঘোষের সৌজন্যে আজ সেটা সকলেই জেনে গেছে।

 

শ্রাবন্তীরও রয়েছে বেশ বিচিত্র একটা ডাক নাম। একটা সময় তিন বিয়ে করা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। সেই শ্রাবন্তীর আদরের ডাক নাম হল ‘মিষ্টি’, ‘গিন্টু’। শোনা যায়, ছোটবেলায় তাকে বড্ড পুতুল পুতুল দেখছিল। সেই কারণেই নাকি বাবা ডাকতেন ‘গিন্টু’ বলে। কেউ কেউ তো গিনু বলেও ডেকে থাকে শ্রাবন্তীকে।

 

নেটপাড়ার সেনসেশন রাইমা সেনের ডাক নাম কী জানেন? শোনা যায়, এক নয়, একাধিক ডাকনাম রয়েছে। কেউ আদর করে ডাকে ডলসি তো কেউ ডাকে ডলি বলে। হয়ত শ্রাবন্তীর মত তিনিও দেখতে পুতুলের মত ছিলেন বলেই এই নাম।

 

ডাকনামের রীতি থেকে রেহাই পাননি মিমি চক্রবর্তীও। সবচেয়ে মজার ডাকনাম বোধহয় তারই রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার মা তাকে ডাকেন ‘মোনা সোনা’ বলে। শোনা যায়, ‘মোটু সোনা’-র বদলে এই ডাকনাম। আবার তিনি মাঝে মাঝে এক পায়ে দাঁড়িয়ে থাকেন বলে বাবা নাকি তার নাম দিয়েছিলেন ‘বকপাখি’। ভাবুন তো মিমিকে কেউ ‘বকপাখি’ বলে ডাকছে। কেমন শুনতে লাগবে?

 

ভাবতে পারছেন, গ্ল্যামারাস শুভশ্রীকে কেউ পুটাই বলে ডাকছেন? অবাক হবেন না, এটাই নাকি রাজ ঘরণীর ডাক নাম। যদিও তার এই নামের উৎপত্তি কোথা থেকে তা এখনও রহস্য। তবে নামটা কিন্তু সত্যিই মজার।

 

মজার ডাকনাম রয়েছে সায়ন্তিকারও। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলা দুধ খাওয়ার পর তিনি নাকি তুলে দিতেন। যে কারণে বাবা তার নাম দিয়েছিলেন ‘দধিমণি’। মজার ব্যাপার হল, আজও নাকি তার বাবা তাকে ঐ নামেই ডেকে থাকেন। বারংবার মানা করা সত্ত্বেও বাবা নাকি ঐ নামেই ডাকতে ভালোবাসেন। আর এখন তো সেটা সবাই জেনে গেছে।

 

পছন্দের তারকাদের ডাক নাম শুনে মজা পাচ্ছেন? হয়ত আপনারও রয়েছে এমন মজার ডাকনাম। আসলে ডাকনাম গুলো তো মজারই হয়। প্রতিটা নামের পেছনে লুকিয়ে থাকে কত শত স্মৃতি। তবে যত দিন বাড়ে এই মজার নামগুলো ধরে ডাকার মানুষের সংখ্যাও কমতে থাকে ক্রমশ। তাই বিচিত্র, অদ্ভুত হলেও বাঙালির এই ডাকনামের রীতিটা বেশ ভালোই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version