Health Board Recruitment: শতাধিক পদে নিয়োগ স্বাস্থ্য দফতরে, সর্বোচ্চ বেতন কত জানেন ?

।। প্রথম কলকাতা ।।

Health Board Recruitment: পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে শূন্য পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ এবং মহিলা সকল চাকরি প্রার্থীরাই এই শূন্য পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আর শূন্য পদের সংখ্যা একশোর বেশি। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া হবে অনলাইন মাধ্যমে। তাই স্বাস্থ্য দফতরে চাকরির জন্য কী যোগ্যতার প্রয়োজন, কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বেতন কত মিলবে এবং কীভাবে আবেদন করতে হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিন প্রতিবেদনের মাধ্যমে।

পদ: ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর

বয়সসীমা: আবেদনকারীদের বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না। এসসি/ এসটি এবং ওবিসি শ্রেণীভুক্তদের বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে।

শূন্যপদ: ১৪৬ টি

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যে কোন স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি বা বিএসসি নার্সিং করতে হবে। এছাড়াও তাকে ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্টের অধীনে থাকা যে কোন চাকরি পাঁচ বছর করার অভিজ্ঞতা থাকা চাই । বাংলা ভাষা লিখতে এবং বলতে জানতে হবে।

বেতন: ৩৫ হাজার ৮০০ টাকা থেকে ৯২ হাজার ১০০ টাকা পর্যন্ত

আবেদন পদ্ধতি: এই শূন্য পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in এ যেতে হবে। সেখানে অনলাইন রেজিস্ট্রেশন করার পর আবেদন পত্রটি সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি স্ক্যান করে তার সঙ্গে আপলোড করে দিতে হবে।

আবেদন ফি: আবেদনকারীদের অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে ২১০ টাকা

আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৩

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version