Ration Card Status: রেশন পেতে দরকার নেই আঙুলের ছাপ! গ্রাহকদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের

।। প্রথম কলকাতা ।।

Ration Card Status: রেশন (Ration) দোকানে সশরীরে হাজির না হলেও রেশন পাবেন। বহু প্রবীণ ব্যক্তি রয়েছেন যারা শারীরিক অসুস্থতার কারণে রেশন দোকানে সময় মতো যেতে পারেন না। যার কারণে রেশন সামগ্রী পান না, তবে এই সমস্যা আর পোহাতে হবে না। পশ্চিমবঙ্গ খাদ্য দফতর চালু করছেন নতুন নমিনেশন পদ্ধতি, এই পদ্ধতিতে বয়স্ক ব্যক্তিরা অনায়াসে তাদের প্রাপ্য খাদ্য সামগ্রী পেতে পারেন। সাধারণত রেশন সামগ্রী পেতে গেলে আঙুলের ছাপ আবশ্যিক। এবার রেশন তুলতে আঙুলের ছাপ আর প্রয়োজন নেই। প্রবীণ গ্রাহকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য। এই সুবিধা পেতে গেলে অনলাইনে (Online) একটি ফর্ম ফিলাপ (Form fill up) করতে হবে।

রেশন সামগ্রীতে সবার অধিকার রয়েছে। সেক্ষেত্রে কোন গ্রাহক যাতে বঞ্চিত না হয় তাই বিশেষ নজর রেখেছে পশ্চিমবঙ্গ সরকার (WB Government)। সাধারণত রেশন ক্ষেত্রে যাতে কোন দুর্নীতি না হয় তাই আঙুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী তোলার ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে কারচুপি আগের থেকে অনেকটা কমেছে। কিন্তু সমস্যায় পড়েছেন বহু বয়স্ক গ্রাহকরা। শারীরিক অসুস্থতা কিংবা অন্যান্য কারণে তারা মাঝে মধ্যে সময় মতো রেশন সামগ্রী তুলতে পারেন না। এক্ষেত্রে তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতর প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য চালু করছেন নতুন পদ্ধতি। এক্ষেত্রে রেশন দোকানে না গিয়েও অনায়াসে রেশন সামগ্রী পাওয়া যাবে।

সামগ্রী পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকা আবশ্যিক। তারপর রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ দিলে রেশন সামগ্রী পাওয়া যায়। কিন্তু বয়স্ক ব্যক্তিরা সময় মতো যেতে পারছেন না বা তাদের অসুবিধা হচ্ছে। তারা রেশন তুলতে পারবেন নমিনেশন বা মনোনয়ন পদ্ধতির মাধ্যমে। ওই বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে তার মনোনীত ব্যক্তি রেশন তুলতে পারবেন। এই সুবিধা পেতে অনলাইনে পূরণ করতে হবে ১৫ নম্বর ফর্ম। ফর্মটি পাওয়া যাবে খাদ্য দফতরের https://food.web.gov.in এ। অনলাইনের পাশাপাশি ১৫ নম্বর ফর্ম ফিলাপ করে জমা দিতে পারবেন আপনার এলাকায় খাদ্য সরবরাহ দফতরের ইন্সপেক্টরের অফিসে। কোন বয়স্ক ব্যক্তি তার পরিবারের কিংবা পরিবারের বাইরে বা এলাকার যে কোন দুজন গ্রাহককে তার মনোনীত ব্যক্তি করতে পারবেন। এক্ষেত্রে যাদের মনোনীত ব্যক্তি করবেন তাদের রেশন কার্ডের সাথে যুক্ত আধার কার্ড থাকতে হবে। একমাত্র মনোনীত দুই ব্যক্তি ওই প্রবীণ নাগরিকের জন্য রেশন তুলতে পারবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version