Train fire rules: ট্রেনের কামরায় বিপদ ডাকবেন না, এইসব জিনিস নিয়ে উঠলেই জেল

।। প্রথম কলকাতা ।।

Train fire rules: গতকালই হাওড়াগামী ট্রেনে আগুন লাগে। বেঙ্গালুরু, হাওড়া এক্সপ্রেসে আগুন লাগে। ট্রেনটি বেঙ্গালুরু থেকে রওনা দিয়ে হাওড়ার দিকে আসছিল সেই সময় অন্ধ্রপ্রদেশের চিত্তুরের কাছে ট্রেনে আগুন লাগে। আতঙ্কে হুড়হুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। বগি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। ক্ষতিগ্রস্ত ব্রেকটি মেরামত করার কাজ চলে।

ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরাও। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখেন রেলের আধিকারিকেরা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে হাওড়াগামী ঐ ট্রেনটির এস নাইন বগিতে আগুন লেগেছিল। তবে তড়িঘড়ি সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রেলের আধিকারিকেরা জানিয়েছেন ঘটনায় কেউ জখম হননি‌। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। তবে স্বস্তি আগুন লাগার ঘটনায় বড়সড় কোনো বিপদ হয়নি যাত্রীদের।

তবে অনেক সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যায় ট্রেনের বগিতে। ট্রেনের বগিতে আগুন লাগা থেকে অবশ্যই যাত্রীদের সাবধানতা অবলম্বন করতে হবে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে নতুন নতুন নিয়ম আনে রেল কর্তৃপক্ষ। যেমন রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কামরার প্লাগ পয়েন্ট ব্যবহার করা যাবে না। এমন নির্দেশিকাও জারি করা হয়েছিল। নয়া নিয়মে রাতে প্লাগ থেকে মোবাইল চার্জার খুলে রাখতে হবে যাত্রীদের জানানো হয়েছিল।

সম্প্রতি দূরপাল্লার ট্রেনে বেশ কিছু অগ্নিকাণ্ড ঘটেছে। বা ক্ষেত্রে শর্তের থেকে আগুন লাগে বলে জানান বিশেষজ্ঞরা। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সাবধানতা অবলম্বন করতে বলেছে রেল কর্তৃপক্ষ। শুধু চার্জিং নয় ধূমপান দাহ্যবস্তু বহন করা ইত্যাদির বিরুদ্ধে কড়া নজরদারি চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি কর্মী এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রায়শ প্রচার চালানো হয়।

অতীতে ট্রেন করে বাজি পটকা নিয়ে যাতায়াত করার প্রমাণ ছিল ভূরি ভূরি। কিন্তু বর্তমানে ট্রেনে করে বাজি পটকা বহন করা বেআইনি। লুকিয়ে চুরিয়ে বাজি পটকা নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন অনেকে তবে একবার ধরা পড়লে সোজা শ্রীঘরে যেতে হয়। কারণ কোনো কারণে আগুন লেগে গেলে বা বিস্ফোরণ হলে তা মারাত্মক আকার ধারণ করবে। মানুষের প্রাণহানি বা আহত হওয়ার সম্ভাবনা তো রয়েছে।

আবার অনেক সময় দেখা যায় কোনো যাত্রীপ্রেমের স্টোভ বা গ্যাস সিলিন্ডার নিয়ে উঠে পড়েন। যদিও রেলওয়ে এইসব নিয়ে ভ্রমণের অনুমতি দেয় না। ট্রেনে গোপনে এসব জিনিস বহন করলে ধরা পড়লে জেল হতে পারে। ট্রেন যাত্রার সময় ভর্তি সিলিন্ডার নিয়ে গেলে আগে থেকে অনুমতি নিতে হবে। তবে খালি সিলিন্ডার নিয়ে যাওয়া যেতে পারে।

ট্রেনে অ্যাসিডের মতো জিনিস সঙ্গে রাখা যাবে না। অনেক যাত্রী বোতলে অ্যাসিড লুকিয়ে নিয়ে ওঠেন। এটা করতে গিয়ে ধরা পড়লে জেল পর্যন্ত যেতে হতে পারে। এছাড়া বড় সড় জরিমানাও হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version