দিঘায় বিরল সাপ! এক ছোবলেই ছবি

।। প্রথম কলকাতা ।।

দিঘার সমুদ্র সৈকতে ঘুরছে ভয়ঙ্কর সাপ সাবধান! বিচে সামুদ্রিক প্রাণী ভেবে অচেনা জীবকে ধরতে যাবেন না। এই হলুদ রঙের সাপটি কাটলে কী হতে পারে জানেন?বাংলার সমুদ্র সৈকতে কীভাবে এল এই বিষাক্ত সাপ? ভেবে কুলকিনারা খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। তাই দিঘা বেড়াতে যাওয়ার আগে সতর্ক হন নাহলে যেতে পারে প্রাণ এই সাপটির সম্পর্কে ভালোভাবে জানুন। দিঘায় সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে অনেক সময়ই নানা বিরল জীব দেখতে পাওয়া যায়। নানা প্রজাতির সাপও থাকে। কিন্তু দিঘায় পাওয়া এই বিষাক্ত সাপটি রাতের ঘুম উড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞদের। সংবাদমাধ্যমে এমনই তথ্য পাওয়া গিয়েছে।

ইয়েলো বেলি সি-স্নেক যার বৈজ্ঞানিক নাম পেলামিস প্ল‌্যাটুরাস। ছোটখাটো চেহারার সাপটি আড়াই থেকে তিন ফুট লম্বা হবে। অনেকটা কুচে মাছের মতো দেখতে যতটা নিরীহ মনে হবে একদম তার উল্টো। এই সাপ কাটলে সত্যিই এক ছোবলে ছবি। পেশী অকেজো করে দেয়। একে একে কিডনি, হার্ট বিকল হতে থাকে। শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। সাপটির আসল ক্ষমতা লেজে যেটি নৌকোর দাঁড়ের মতো চ‌্যাপ্টা। কিন্তু দিঘায় এই সাপ কোথেকে এল?কী বলছেন বিশেষজ্ঞরা?

ভারতে ২৪ রকমের সামুদ্রিক সাপ পাওয়া যায়। দিঘায় পাওয়া ইয়েলো বেলি এর মধ্যে সবচেয়ে বিষাক্ত এই সাপ। মূলত আরব সাগরে থাকে। মাঝেমধ্যে চলে আসে এদিকে এবারও ঠিক তাই হয়েছে। অ‌্যান্টি স্নেক ভেনাম এই সাপের কামড়ে কোনও কাজ করে না মানে সাপটি কাটলে মৃত্যু এসে হাজির হবেই কিচ্ছু করার থাকবে না। কালাচ, কেউটে, গোখরো, চন্দ্রবোড়া কাটলে রোগীকে এভিএস দেওয়া হয়। একশো মিনিটের মধ্যে দিলে রোগী বেঁচেও যায়। ইয়েলো বেলি সি-স্নেক সেই সুযোগটাও দেবে না। তাই আতঙ্ক নয়। সমুদ্র সৈকতে হাঁটলে একটু চোখ -কান খোলা রেখে চলুন। শুধু এই সাপ কেন অনান্য বিষাক্ত জীবও কখন বঙ্গোপসার মুখী হবে তাও তো বলা যায় না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version