Digha Tourist Places: মাত্র ১০০ টাকায় AC বাসে দিঘা, মন্দারমণি, উদয়পুর! পুজোয় পর্যটকদের দারুণ উপহার SBSTC-র

।। প্রথম কলকাতা ।।

Digha Tourist Places: এই বছর পুজোয় দীঘায় পর্যটকদের জন্য বিশেষ উপহার। বাসে ঘুরে দেখা যাবে দীঘা সংলগ্ন টুরিস্ট স্পট গুলি। দীঘাকে নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা সব সময় চরমে থাকে। আট থেকে আশি সকলেই এই দীঘায় ঘুরতে যেতে ভালোবাসেন। ভ্রমণ প্রিয় বাঙালি দীঘার নাম শুনলেই এক প্রকার লাফিয়ে ওঠেন আর বর্ষার সমুদ্র তো আলাদাই রূপ ধারণ করে। দীঘা সমুদ্র পাড়ে এখন উঁচু উঁচু ঢেউ রীতিমত আছড়ে করছে। দীঘায় এক প্রকার ভিড় জমাতে শুরু করেছেন এদিকে সামনেই পুজো, আর পুজোর সময় বহু বাঙালি এমন আছেন যারা বাইরে ঘুরতে যেতে ভালোবাসেন। এই সময় ট্রেনের টিকিট পাওয়া একপ্রকার ভগবানের সাক্ষাৎ দর্শন পাওয়ার সমান হয়ে যায়।

অনেকেই আছেন যারা ট্রেনের টিকিট না পেয়ে বাসের দ্বারস্থ হন। আপনিও কি পুজোর সময় বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন বিশেষ করে দীঘা যাওয়ার পরিকল্পনা করছেন কি? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। আর আপনার জন্য এই সুখবর বয়ে আনল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আপনি যদি দুর্গাপূজার সময় দীঘা যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এবার আপনি আরো অত্যাধুনিক বাসের মাধ্যমে দীঘায় পৌঁছে যেতে পারবেন। দীঘায় পর্যটকদের ঢল প্রায় সারা বছরই লেগে থাকে কিন্তু পুজোর সময় এই ঢল আরো চোখে পড়ে হোটেল থেকে পর্যটন ব্যবসায়ীরা যথেষ্ট উত্তেজিত হয়ে থাকেন।

এই মাঝে শোনা যাচ্ছে পুজোর আগে থেকেই দীঘার রাস্তায় ব্যাটারি চালিত মিনিবাস পরিষেবা শুরু হতে চলেছে। আর এই পরিষেবা শুরু করতে চলেছে SBSTC। সিবিএসটিসি-র দিঘা ডিপো থেকে এই বাস বুকিং করতে হবে। অনেকেই আছেন যারা দীঘা ঘুরতে গিয়ে দীঘার আশেপাশের এলাকা গুলি ঘুরতে চান। তাদের জন্য এই মিনিবাস অনেকটাই সুবিধা হবে বলে খবর। জানা যাচ্ছে ২০১৯ সালে ব্যাটারি চালিত মিনিবাস পরিষেবা চালু করেছিল এসবিএসটিসি। যদিও সেই সময় এই পরিষেবা জনপ্রিয়তা পায়নি বলে অকালেই বন্ধ হয়ে যায়। পুজোর আগে আবারও একবার এই পরিষেবার চালু করতে চলেছে এসবিএসটিসি। আর বাসের ভাড়াও হবে আপনার একদম সাধ্যের মধ্যেই জানা যাচ্ছে এই বাসের ভাড়া হবে ১০০ টাকা।

আপনি ১০০ টাকা দিয়ে দীঘা, মন্দারমণি, উদয়পুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 8, 9 তারিখ নাগাদ পুজোর আগেই দীঘার রাস্তায় ফের দেখা যাবে এই বাসগুলি। ১০০ টাকার বিনিময়ে দীঘা মন্দারমনি উদয়পুর সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। ওই বাসগুলি একবার চার্জ দিলে সবচেয়ে বেশি ৭০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। দল বেঁধে ঘুরতে গেলে একটা গোটা বাস ভাড়া নিয়ে নিতে পারেন।এক কথায় বলতে গেলে এবারের পুজোয় দীঘায় পর্যটকদের জন্য নয়া উপহার হয়ে উঠতে পারে এই মিনিবাস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version