Dev: অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেব, হেলিকপ্টারে লেগে গেল আগুন! কীভাবে হল এই দুর্ঘটনা?

।। প্রথম কলকাতা ।।

 

অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেব, হেলিকপ্টারে লেগে গেল আগুন! কীভাবে হল এই দুর্ঘটনা? মৃত্যুকে কাছ থেকে দেখলাম। দেব কেন বললেন? প্রচন্ড গরমেই এই বিপত্তি! সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজেই জানালেন টলিউডের সুপারস্টার। ভয় পেয়ে দেব কী করেছিলেন! ঠিক কী ঘটেছে? মালদহে দেবের হেলিকপ্টারে লেগে গেল আগুন। মাঝআকাশে আগুন লাগায় ভয় পেয়ে যান দেব সহ তাঁর সঙ্গে উপস্থিত টিম। দেব নিজেও কি ভয় পেয়ে গেছিলেন?

 

মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি”। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। এখন ভালো আছি ,মানুষ সঙ্গে আছে”। রীতিমতো মৃত্যুর হাত থেকে বেঁচে প্রথম কথা দেব এটাই বলেছিলেন। জানা যাচ্ছে মালদহ হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় চপারে। প্রয়োজন বুঝে তৎক্ষণাৎ মালদহ হেলিপ্যাডেই জরুরী অবতরণ করাতে হয় দেবের কপ্টার। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। বড় বিপর্যয় এড়ানো গেছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ইঞ্জিন থেকে ধোঁয়া বেড়াচ্ছিল বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল। কেউ আহত হননি।

 

মালদার রতুয়ায় রোড শো করেন তিনি। তারপরেই চপারে রওনা হন মুর্শিদাবাদের পথে। মাঝ আকাশে আচমকাই কপ্টার ওঠার পরই অল্প ধোঁয়া দেখা যায়। ধীরে ধীরে ধোঁয়া বাড়তে থাকে। প্রচারে পরের জায়গা যাওয়ার কথা ছিল দেবের। কিন্তু হেলিকপ্টারে এত ধোঁয়া। কোন রিস্ক নেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে হেলিকপ্টার মালদাতেই ফিরিয়ে আনা হয়।

 

কপ্টারটি নামলে দেখা যায় সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে মেরামতির কাজ শুরু হয়। তবে সভার সময় এগিয়ে আসায় অপেক্ষা করেননি দেব। সড়কপথেই তিনি রওনা হয়ে যান মুর্শিদাবাদের রানিনগরের দিকে। ত্রুটির কারণে কেন এমন হল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত নিরাপদে আছেন দেব।

 

রাজ্যে কোনওমতে বিপত্তি এড়ালেও মহারাষ্ট্রের রায়গড়ে এদিন ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। ভোটের প্রচারে যাচ্ছিলেন এক মহিলা প্রার্থী। তাঁকে নেওয়ার জন্যই রওনা হয়েছিল হেলিকপ্টারটি। প্রার্থী ওঠার আগেই মাঝ আকাশে আগুন লেগে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান পাইলট।

 

 

Exit mobile version