Gangasagar: ঘন কুয়াশা পথ আটকেছে লঞ্চের, বিপাকে মিলেনিয়াম পার্কে আসা গঙ্গাসাগরগামী যাত্রীরা

।। প্রথম কলকাতা ।।

Gangasagar: শনি এবং রবিবার এই দুই দিনই মকর সংক্রান্তির পুণ্যস্নান সারতে পারবেন পুণ্যার্থীরা। এই উপলক্ষ্যে দলে দলে পুণ্যার্থীদের ভিড় দেখা যাচ্ছে গঙ্গাসাগরে। যদিও গঙ্গাসাগরের মেলা (Gangasagar Mela 2023) শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু মকর সংক্রান্তির আগে সেই ভিড় উপচে পড়বে বলেই মনে করা হচ্ছে। তবে মিলেনিয়াম পার্কে (Millenium Park) আসা পুণ্যার্থীরা শনিবার সকালে বড় বিপদে পড়েন। এই দিন সকাল থেকেই রাজ্যের অধিকাংশ জেলাতে ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। এই কুয়াশার (Fog) কারণে মিলিনিয়াম পার্ক থেকে লঞ্চ না (Launch Cancel) ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন রাজ্য, দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও বহু পর্যটকরা এসে উপস্থিত হয়েছেন মিলেনিয়াম পার্কে। সেখান থেকে এক টিকিটে লঞ্চে চড়ে গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু ভোরবেলা থেকেই ঘন কুয়াশার বেড়াজাল তাদের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের তরফ থেকে জানা গিয়েছে, তাঁরা ভোরবেলা থেকে মিলিনিয়াম পার্কে লঞ্চের জন্য এসে অপেক্ষা করলেও তাদেরকে জানানো হয় কুয়াশার কারণে লঞ্চ ছাড়া যাবে না। শেষ মুহূর্তে এই ধরনের সমস্যার কারণে চিন্তায় পুণ্যার্থীদের দল (Meritorious)।

অন্যদিকে একই রকমের ছবি দেখা গিয়েছে কাকদ্বীপের লট এইটের ভেসেল পরিষেবায়। নামখানা বেণুবনের লঞ্চ পরিষেবা কুয়াশার কারণেই বন্ধ রাখা হয় । প্রায় লক্ষাধিক তীর্থযাত্রীর ভিড় দেখা যায় শনিবার সকালে কাকদ্বীপ ও নামখানা লঞ্চঘাটে । কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশার মধ্যে ভেসেল পরিষেবা চালু করা একেবারেই সুবিধাজনক হবে না। এই কারণে বেলা বাড়ার সাথে সাথে যখন কুয়াশা কাটতে শুরু করবে তখন আবারও ভেসেল ও লঞ্চ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

মকর সংক্রান্তিতে (Makar Sankranti 2023) গঙ্গাসাগরে পুণ্যস্নান করার জন্য দেশবিদেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ এসে জমায়েত করেন। এই কারণে তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য প্রশাসন এবার জোরদার ব্যবস্থা করেছে। সাগর মেলায় নজরদারি চলছে জলপথ এবং আকাশ পথে। সরাসরি নবান্ন থেকেও নজরদারি চালানো হচ্ছে গঙ্গাসাগর মেলায়। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে, শনিবার বিকাল ৪: ৫৩ মিনিট থেকে। রবিবার বিকাল ৪: ৫৩ মিনিট পর্যন্ত পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ থাকবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছেন প্রায় ৩১ লক্ষ পুণ্যার্থী। এমনটাই জানা গিয়েছে এবিপি-এর একটি প্রতিবেদন থেকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version