Drinking Water Business: চাহিদা শেষ হবে না কখনই, সামান্য বিনিয়োগে শুরু করুন পরিশোধিত জলের ব্যবসা

।। প্রথম কলকাতা ।।

Drinking Water Business: জল ছাড়া বেঁচে থাকা খানিকটা অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নেওয়ার মতোই অসম্ভব। যতদিন মানুষের অস্তিত্ব রয়েছে ততদিন তাদের প্রয়োজন জল। যে কোন জল খাওয়া শরীরের পক্ষে কখনই নিরাপদ হতে পারে না। আর বর্তমানে বায়ু দূষণ, জলদূষণ, ভূমি দূষণ এই সবের প্রভাবে খাঁটি জিনিস পাওয়া ভীষণ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সকলেই চাইছেন পরিষ্কার উৎস থেকে প্রাপ্ত ফিল্টার করা জল। তবে চাহিদা অনেক থাকলেও জোগান দেওয়ার জায়গা তেমনভাবে বৃদ্ধি পাচ্ছে না।

অনেকের মনেই হয়তো ধারণা আসতে পারে জলের ব্যবসা করে আর কতই বা লাভবান হওয়া সম্ভব। কিন্তু উত্তরে বলা যায় লাভবান হওয়া সম্ভব। জল এমন একটি জিনিস যার চাহিদা কখনও ফুরিয়ে যাবে না। তাই পরিশোধিত জল যদি মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়া যায় এই ব্যবসা লাভজনক হিসেবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেবে না। পরিশোধিত জলের ব্যবসা শুরু করার জন্য আপনাকে ঠিক কী কী করতে হবে ? আজকের প্রতিবেদনে সেই সম্পর্কিত কিছু বিস্তারিত তথ্য রইল যা অবশ্যই কাজে লাগবে।

* কীভাবে এই ব্যবসা শুরু করতে পারেন ?

১. প্রথমত যেটা আপনাকে করতে হবে তা হল কোন ওয়াটার প্ল্যান্টেশন এর সঙ্গে চুক্তি স্থাপন করা। সরাসরি সেখান থেকে জল ক্রয় করতে পারবেন আপনি । এক্ষেত্রে আপনার কাজ জল পরিশোধন করা হবে না বরং সেই জল ডিস্ট্রিবিউট করা হবে।

২. এক্ষেত্রে অবশ্যই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং মার্কেট রিসার্চের প্রয়োজন রয়েছে। আপনি কোথায় ব্যবসা শুরু করতে চাইছেন, কীভাবে নিজের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে চাইছেন সেই সম্পর্কিত একটা সুস্পষ্ট ছবি আপনার মাথায় থাকা খুবই প্রয়োজন।

৩. ওয়াটার প্ল্যান্টেশন থেকে জল আনা এবং তারপর সেই গুলিকে ছোট ছোট বোতলে প্যাকেজিং করা প্রভৃতি বিষয়গুলির উপর নজর দিতে হবে। নিজের কোম্পানি তৈরি করতে চাইলে ব্র্যান্ডিং করার কথা অবশ্যই মাথায় রাখবেন।

৪. স্কুল কলেজ অফিস প্রভৃতি জায়গায় নিজের ব্যবসা শুরু করা একেবারে আদর্শ হবে। এছাড়াও নিজের অর্ডারের পরিমাণ যদি বাড়াতে চান তাহলে অনলাইনে ব্যবসা প্রচার করতে হবে। এছাড়াও বড় বড় মল, সিনেমা অডিটোরিয়াম সহ ইভেন্টে যে ম্যানেজমেন্ট কাজ করে তাদের সঙ্গে চুক্তি করতে পারেন। সে ক্ষেত্রে বোতলজাত জলের চাহিদা অনেক বেশি থাকে।

৫. ক্যাফে অথবা রেস্টুরেন্টেও বোতলজাত জলই ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে এটাও একটা ভালো মাধ্যম হতে পারে। এছাড়াও বিভিন্ন পানীয়র দোকান ও মুদির দোকান তো রয়েছেই এগুলির জন্য।

* ব্যবসা শুরু করতে আনুমানিক খরচ

এই ব্যবসার ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপে খরচ হয়। প্রথমত বোতলজাত জল উৎপাদন কারখানা যদি কেউ খুলতে চায় তাহলে তা অত্যন্ত ব্যয়বহুল । সেক্ষেত্রে প্রায় এক কোটি টাকার কাছাকাছি খরচ হতে পারে। কিন্তু জল কারখানা থেকে জল এনে তা নিজের মতো করে বিক্রি করা অর্থাৎ ডিস্ট্রিবিউটার হিসেবে ব্যবসা শুরু করতে চাইলে পুঁজি বিনিয়োগ করতে হবে এর থেকে অনেক কম। প্রথমদিকে হাতে মোটামুটি ৩০-৪০ হাজার টাকা থাকলে এই জল ডিস্ট্রিবিউশনের ব্যবসা সহজেই শুরু করতে পারবেন যে কেউ। তবে মার্কেট ধরে রাখার জন্য যথেষ্ট খাটতে হবে এই প্রতিযোগিতার বাজারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version