CNG Bus: বেড়েছে দাম, কমেছে জোগান, CNG চালিত বাস কেনার আগ্রহ বর্তমানে তলানিতে

।। প্রথম কলকাতা ।।

CNG Bus: যে সময় ডিজেলের মূল্য বৃদ্ধি বেসরকারি বাস সহ অ্যাপ ক্যাব সংস্থার মাথায় চিন্তার কালো ছায়া তৈরি করেছিল, ঠিক সেই সময় সিএনজি চালিত বাসের কথা চিন্তাভাবনা করা হয়েছিল বিকল্প হিসেবে। কলকাতাতে সিএনজি গ্যাসে চালিত বাস পরিষেবা নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল প্রশাসন। তবে বর্তমানে যে হারে সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে তা ডিজেলের দামকে ছাপিয়ে গিয়েছে। যার কারণে সিএনজি চালিত বাস কেনার আগ্রহে বর্তমানে ভাটা পড়েছে।

বিগত কয়েক মাসের সিএনজির দাম দেখলে জানা যায় সেটি আগে তুলনায় প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি সিএনজি গ্যাসের দাম প্রায় ৯০ থেকে ৯৪ টাকা। সংস্থাভেদে দামের কিছুটা হেরফের রয়েছে । মূলত এর কারণ হিসেবে রাশিয়া- ইউক্রেনের যুদ্ধকেই তুলে ধরা হচ্ছে। ওই যুদ্ধের ফলে সিএনজি উত্তোলন ব্যাহত হয়েছে । তাই জোগানে টান পড়ছে। বর্তমানে এই কারণেই বন্টনকারী সংস্থাগুলি দাম বাড়িয়ে দিয়েছে সিএনজি গ্যাসের।

আজ থেকে প্রায় সাত-আট মাস আগে রাজ্যে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৯০ থেকে ৯২ টাকা। সেই সময় সিএনজি গ্যাসের প্রতি কেজিতে দাম ছিল ৬৪ টাকা। তাই রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিল সরকারি পরিবহন নিগম গুলির বাসকে সিএনজি চালিত বাসে পরিণত করা হবে। প্রায় তিনশটি ডিজেল চালিত বাসের ইঞ্জিন বদলে সিএনজি চালিত বাসে পরিণত করার তৎপরতা শুরু হয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টা বেশ কিছুদিন ধরেই বন্ধ । তার উপরে এই পরিস্থিতিতে সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি রাজ্য সরকারের সেই পরিকল্পনায় একেবারেই জল ঢেলে দিয়েছে।

শহর কলকাতা নিউটাউনে যে রুটে কুড়িটি সিএনজি গ্যাস চালিত বাস চলার অনুমতি দেওয়া হয়েছিল সেখানে বর্তমানে ১২ টি বাস চলছে। একদিকে সিএনজি গ্যাসের দাম বেড়েছে, জোগানের ক্ষেত্রেও অনিয়ম দেখা দিয়েছে। তাই পরিবেশবান্ধব বাস চালু করার সম্ভাবনাও ক্রমশ কমে আসছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version