।। প্রথম কলকাতা ।।
Businessman Kidnapping: পেরিয়ে গিয়েছে ১৬ ঘণ্টা। এখনও পর্যন্ত কোনো রকম খোঁজ খবর পাওয়া যায়নি বারুইপুরের অপহৃত ব্যবসায়ীর। পুলিশকে অপহরণের অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ীর স্ত্রী। কিন্তু পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম তৎপরতা না দেখতে পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীর স্ত্রী মিনা সর্দার।
বুধবার অপহরণ করা হয় ব্যবসায়ী আব্দুল হালিম সর্দারকে। তাঁর স্ত্রী মিনা সর্দার জানান, বারুইপুর থানার অন্তর্গত ধোপাগাছি এলাকায় আব্দুল হালিমের দোকানের সামনে একটি অটোতে করে এসে উপস্থিত হয় তিনজন। ঘড়িতে তখন সময় দুপুর সাড়ে তিনটে। দোকান থেকে আব্দুল হালিমকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। আর তারপর ব্যবসায়ীর স্ত্রীকে ফোন করে ৩৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে হুমকি দেওয়া হয় মুক্তিপণ না দিলে অঘটন ঘটবে ওই ব্যবসায়ীর সঙ্গে।
বারবার ব্যবসায়ীর ফোন থেকে অপহরণকারীরা মিনা সর্দার অর্থাৎ ব্যবসায়ীর স্ত্রীকে ফোন করায় তিনি এসে উপস্থিত হন থানায় । অভিযোগ জানানোর প্রায় ১৬ ঘণ্টা কেটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত বারুইপুরের ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়নি। ব্যবসায়ীর স্ত্রীর দাবি, ওই ব্যবসায়ী বর্তমানে রয়েছেন উস্থি থানার শেরপুর এলাকায়। কিন্তু তা জানার পরে উস্থি থানার পুলিশ এবং বারুইপুর থানার পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। যার কারণে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন ওই ব্যবসায়ী। যত দ্রুত সম্ভব ওই ব্যবসায়ীকে উদ্ধার করে আনার আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী মিনা সর্দার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম