Vegetable Price: বৃষ্টিতে নষ্ট ফসল! মধ্যবিত্তের কপালে ভাঁজ, পুজোর মুখে সবজির দাম বৃদ্ধির সম্ভাবনা

।। প্রথম কলকাতা ।।

Vegetable Price: ফের দাম বাড়ার সম্ভাবনা সবজির। এমনিতেই পুজোর সময় সবজির দাম বাড়ে। বাড়তি দাম দিয়ে সবজি কিনতে হয়। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে অতিবৃষ্টি। তার ফলে পুজোর মুখে অগ্নিমূল্যে পৌঁছে যেতে পারে বেশ কয়েকটি সবজির দাম। পটল বেগুনের দাম আকাশছোঁয়া হতে চলেছে। বাড়ছে অন্যান্য সবজির দামও। গত মাসে অনেক সবজির দামই ছিল মধ্যবিত্তের নাগালের মধ্যেই। কিন্তু টানা বৃষ্টি সবজি চাষের ব্যাপক ক্ষতি করেছে। তার জেরেই দাম বাড়ার আশংকা। এই অবস্হা চলবে কতদিন?

পুজো মানেই দেদার খাওয়া দাওয়া। বনেদি বাড়ি থেকে অনেক বারোয়ারি- চলে একসঙ্গে ভুরিভোজ। তাই এই সময় চড়া থাকে সবজির দাম। এবার তার দোসর হয়েছে টানা বৃষ্টি। একের পর এক জেলায় অতিবৃষ্টিতে চাষের জমির প্রচুর ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে বিস্তীর্ণ জমির ফসল। চাষিদের মাথায় হাত। বাজারে চাহিদার চেয়ে সবজির জোগানের ব্যাপক ঘাটতি রয়েছে। সেই কারণেই পুজোর মুখে সবজির দাম বাড়ার সম্ভাবন তৈরি হয়েছে।নিম্নচাপে জেরে গত কয়েক দিনের টানা বৃষ্টি হয়েছে। তার সঙ্গে প্রচুর জল ছেড়েছে ডিভিসি। তার জেরে বিস্তীর্ণ এলাকার সবজি চাষ ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি এলাকায় ডিভিসির ছাড়া জলে নষ্ট হয়েছে ফসল। এর জেরে বাজারে কমছে সবজির জোগান। তার জেরে বাড়তে পারে দাম। পুজোর মুখে অগ্নি মূল্য হতে পারে সবজি। ফলে সমস্যা পড়তে হবে সাধারণ মানুষকে।

টানা বৃষ্টিতে জল দাঁড়িয়ে গিয়েছিল অনেক জমিতেই। এখন জল নামলেও ভিজে মাটিতে পচতে শুরু করেছে গাছের গোড়া। অনেক গাছেরই ফুল ফল ঝরে গিয়েছে। এ রাজ্যে দামোদর, মুন্ডেশ্বরী, ভাগীরথীর তীরে উর্বর জমিতে ব্যাপক সবজি চাষ হয়। পটল, টমেটো, ঢেঁড়স, কুমড়ো, লাফা, উচ্ছে, করোলা, ধনেপাতা ও আগাম ফুলকপি চাষ হয় এখন। পুজোয় বাড়তি দাম পাবার আশায় চাষ করেন কৃষকরা। সেই চাষের একটা বড় অংশ ক্ষতির মুখে পড়ছে। চাষিরা মাঠে কাজই করতে পারছেন না। বাজারে ফসলের আমদানি কম হচ্ছে। তাই আগামী দিনগুলিতে সবজি দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভবনা আছে। চাষিরাও বলছেন, অবস্থা খুব খারাপ। জল কিছুটা কমলেও গাছের গোড়া পচতে শুরু করেছে।

মুলো, পালং, কপি, শসা, পিঁয়াজ চাষ নষ্ট হয়ে গিয়েছে। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। উদ্যান পালন দফতরের আধিকারিকরা বলছেন, গত মাসে ঝিঙে, পটল, বেগুন, লাউ, কুমড়োর ফলন ভালই ছিল। কিন্তু বৃষ্টির জেরে উৎপাদন কমে গিয়েছে অনেকটাই। যত সময় যাবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। অনেক গাছ নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে। তাই সবজির দাম বাড়তে পারে। ফের নিম্নচাপ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নতুন করে চাষ না হওয়া পর্যন্ত সবজির দাম কমার সম্ভাবনা নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version