।। প্রথম কলকাতা ।।
Dakshineswar bus terminus: শ্রী রামকৃষ্ণ, রানী রাসমণি খ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দিরের খ্যাতি বিশ্বজোড়া। দেশ-বিদেশের পর্যটকরা তো বটেই, কলকাতায় এলেই দেশের সেলিব্রেটি, রাজনীতিবিদরা এই কালীমন্দিরে পুজো দিয়ে যান।
কলকাতা থেকে একটু দূরেই হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির পশ্চিমবঙ্গের একটি অন্যতম পীঠস্থান। সারা বছর এই ধর্মস্থানে বিভিন্ন জায়গা থেকে মানুষের আনাগোনা লেগেই থাকে।
এবার দক্ষিণেশ্বরে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস। তবে নতুন বাস টার্মিনাস হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণর্থীরা অনায়াসে বাসে চড়ে দক্ষিণেশ্বরে আসতে পারবেন বলে মনে করছেন অনেকে। শুধু কালীপুজো নয় বছরের প্রত্যেকদিনই ভক্ত, দর্শনার্থীরা ভিড় জমান দক্ষিণেশ্বর মন্দিরে। গঙ্গার ঘাট থেকে, নাট মন্দির, চাতাল জুড়ে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।
দক্ষিণেশ্বর মন্দিরে যাতায়াতের সুবিধার জন্য রেলস্টেশন, মেট্রো স্টেশন রয়েছে। রয়েছে স্কাইওয়াকও। এবার দক্ষিণেশ্বরে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস। বাস টার্মিনাসটি চালু হলে প্রতি ৫-১০ মিনিট অন্তর বাস ছাড়বে এমনকি সারা ভারতে যায় এমন বাস ছাড়া হবে। আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস তৈরি করতে গেলে প্রয়োজন অনেক বড় জায়গার। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ইতিমধ্যে জায়গা খোঁজা শুরু করেছে রাজ্য। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশি পুণ্যার্থীরাও। দক্ষিণেশ্বর স্টেশনের কাছে যে বাসস্ট্যান্ডটি রয়েছে তার জায়গা বড়ই অপ্রতুল। এবার তাই দক্ষিণেশ্বরে আন্তর্জাতিক মানের একটি বাস স্ট্যান্ড তৈরির পরিকল্পনা নিচ্ছে প্রশাসন। দর্শনার্থীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই আধুনিকমানের ওই বাস স্ট্যান্ড তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম