Dadagiri Grand Finale: দাদাগিরি গ্র্যান্ড ফিনালে জমবে ডোনার নাচে, আর কি কি চমক থাকছে?

।। প্রথম কলকাতা ।।

 

Dadagiri Grand Finale: শেষ হল জি বাংলার দাদাগিরি গ্র্যান্ড ফিনালের শ্যুট। নাচ ,গান, আড্ডা সেই সঙ্গে প্রতিযোগীদের বুদ্ধিমত্তার লড়াই সবমিলিয়ে জমজমাট হবে অনুষ্ঠান। এবার দাদাগিরি থিম ছিল বাঙালি লড়ে বাঙালি করে বাঙালি আজও দাদাগিরি করে। গ্রান্ড ফিনালে অন্যান্য সিজনের মতো এবারও বেশ কিছু চমক থাকবে দর্শকদের জন্য। তবে দেখার কোন জেলা সেরার সেরা হয়। সব নিয়ে গ্র্যান্ড ফিনালের দিন নাচ গানে একেবারে জমে উঠবে দাদাগিরি।  দাদাগিরির পরিচালক অভিজিৎ সেনের পরিচালনায় বাজিমাত হবে এই দিন।

 

এক মঞ্চে যখন সৌরভ ডোনা যেখানে, সেখানে যে বিনোদনের ডাবল ডোজ থাকবে সেটা বলাই বাহুল্য। অডিশি নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। নাচের ট্রুপ নিয়ে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে তে অংশ নিলেন সৌরভ ঘরণী। তবে এবার প্রথমবার শহর কলকাতার বাইরে বসে ছিল দাদাগিরির আসর। দিল্লিতে এই প্রথম নিজের শহর ছেড়ে অন্য শহরে দাদাগিরির আসর বসে।

 

তবে দাদাকে পেয়ে উচ্ছ্বসিত ছিল রাজধানী। নেভি ব্লু ব্লেজার ট্রাউজারসে দেখা যায় দাদাকে।  গ্র্যান্ড ফিনালের দিন থাকছে গৌতম হালদারের নাটক। রবিবার সন্ধ্যা ৭:৩০ থেকে সম্প্রচার হবে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে। ট্রফির লক্ষ্যে থাকছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ছয় জেলার মধ্যে ঠাঁই পায়নি কলকাতা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন জেলা জিতবে সেটাই এখন দেখার। তবে অন্যদিকে মন খারাপ দাদাগিরির ভক্তদের। কারন শেষ হয়ে যাচ্ছে তাদের প্রিয় রিয়ালিটি শো। শনিবার আর রবিবার দাদাকে টিভি কিনে দেখা যাবে না। দাদাগিরি শেষ হওয়ার পর সেই জায়গায় হবে সারেগামাপা লেজেন্ডস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version