রেল লাইন টপকালে জরিমানা ও শাস্তি ?

প্রথম কলকাতা ||

অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রেল লাইন টপকাচ্ছেন (Crossing Railway Tracks) আখছাড়? সামান্য সময় বাঁচাতে গিয়ে জীবনটাকেই বাজি রাখছেন আপনি ! ভেবে দেখুন, এটা কি ঠিক করছেন? এই পারাপারে আপনি নিজের জীবনের ঝুঁকি তো নিচ্ছেনই বটে তারপরেও বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন আপনার পরিবারকে।

রেল পুলিসের হিসাব :

যাত্রীরা টিকিট কেটে ট্রেনে চড়েন। তাই তাঁদের নিরাপত্তার দিকটি রেলের দেখার কথা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। এমন পরিস্থিতিতে তাদের নিরাপত্তার দায়িত্ব রেলের।অনেক সময়েই আপনি দেখেছেন যে,অনেক রেল যাত্রীই রেল লাইন পেরিয়ে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছেন। তিনি কিন্তু নিরাপদে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে সেখানে পৌঁছতে পারতেন। কিন্তু একটু বেশি হাঁটা, সিঁড়ি ভাঙার পরিশ্রমটুকুও করতে চান না তাঁরা। তার ফলে রেল দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক যাত্রী। পায়ে হেঁটে রেল লাইন পারাপার করার জন্য আপনাকে দিতে হতে পারে মোটা টাকা জরিমানা, শুধু জরিমানাতেই আটকে থাকবে না কড়া শাস্তিও অপেক্ষা করবে আপনার জন্। শিয়ালদহ রেল পুলিসের হিসাব বলছে, প্রতি মাসে গড়ে ১৫ থেকে ২০টি দুর্ঘটনা ঘটছে মূলত এই গাফিলতির কারণেই। কারও অঙ্গহানি ঘটছে। মারা যাচ্ছেন বেশিরভাগ মানুষ।
স্টেশন থেকে অ্যাড্রেস সিস্টেমে যাত্রীদের সচেতন করে রেল।কিন্তু তা পরোয়া করেনা যাত্রীদের অনেকেই। উত্তর রেলওয়ে বলেছে, রেলের নিয়ম ভঙ্গ দণ্ডনীয় অপরাধ। পায়ে হেঁটে রেললাইন পার হতে গিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।পাশাপাশি যাত্রীরা যাতে এ ধরনের ভুল না করেন তা নিশ্চিত করতে প্রচার চালিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে, সচেতনামূলক প্রচার করা সত্ত্বেও গত একবছরে তিনশোরও বেশি এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন অনেক যাত্রী। প্রতিটি ক্ষেত্রেই যাত্রীদের মৃত্যু হয়েছে অসতর্কভাবে রেল লাইন পেরাতে গিয়ে।

Crossing Railway Tracks

 

দুর্ঘটনা কমানোর চেষ্টা :

রেল প্রতিটি স্টেশন ও রেল লাইন পারাপারের জন্য রেল আন্ডারপাস ও রেল ওভার ব্রিজ নির্মাণ করেছে। যে সব স্টোশনে আন্ডারপাস বা ফুট ব্রিজ নেই, সেখানে তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে রেলপথে দুর্ঘটনা কমানোর চেষ্টা করা হচ্ছে। রেল লাইন দিয়ে লোকজনকে যাতায়াত আটকাতে নতুন নিয়ম চালু করেছে রেল। এই নিয়ম অনুসারে, রেলওয়ে ট্র্যাকের কাছে RPF মোতায়েন করা হয়েছে। এই জওয়ানরা এখন রেললাইন পারাপারকারীদের ওপর কড়া নজর রাখবেন।


কত টাকা জরিমানা Crossing Railway Tracks fines & penalties:

নিয়ম ভেঙে রেল লাইন পারাপার করতে গেলে যাত্রীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল(Crossing Railway Tracks fines & penaltie)। অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে রেলওয়ের ১৪৭ ধারায় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দোষী প্রমাণিত হলে যাত্রীর ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডই (Fines & Penalties) দেওয়া হতে পারে। সামান্য সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নেওয়ার কী প্রয়োজন বলুন তো! তাই কখনওই এভাবে রেল লাইন পারাপার করবেন না। অন্য প্ল্যাটফর্মে যেতে গেলে ফুট ওভার ব্রিজ বা সাবওয়ে ব্যবহার করুন।

Exit mobile version