Bollywood: গুরুতর অসুস্থ ভারতী সিং, হবে অস্ত্রপচার? হাসপাতালের বেডে কেঁদে ভাসাচ্ছেন কমেডি কুইন

।। প্রথম কলকাতা ।।

 

Bollywood: আচমকাই হাসপাতালে ভর্তি ‘কমেডি কুইন’ ভারতী সিং। হাসপাতালের বিছানায় হাপুস নয়নে কেঁদে চলেছেন ভারতী, হাতে চলছে স্যালাইন। পেটে অসহ্য যন্ত্রণা, হবে অস্ত্রপচার! ঠিক কী হয়েছে সঞ্চালিকার? তবে কি কোনও জটিল রোগ বাসা বেঁধেছে ভারতীর শরীরে? সঞ্চালিকার শারিরীক অবস্থা কী এতটাই খারাপ? কী বলছেন চিকিৎসকরা?

 

দেশের লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। আর আজ সেই ভারতীর চোখেই জল। হাসপাতালের বিছানায় শুয়ে হাউহাউ করে কাঁদছেন সঞ্চালিকা। মায়ের জন্য কাঁদতে কাঁদতে ছেলের অবস্থাও খারাপ। শোনা যাচ্ছে, শীঘ্রই অস্ত্রপচার করতে হবে তার। তবে কি কোনও জটিল রোগ বাসা বেঁধেছে ভারতীর শরীরে? ঠিক কী হয়েছে ‘কমেডি ক্যুইন’-এর? এখন কেমন আছেন তিনি?

 

সূত্রের খবর, এই মুহূর্তে ভারতী রয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পেটের যন্ত্রণা এতটাই তীব্র যে, ব্যাথায় ঘুমাতেও পারছেন না ভারতী। পেটে যাচ্ছেনা কোনও খাবার। খাবার খেলেই শুরু হচ্ছে তীব্র যন্ত্রণা। সঞ্চালিকার অবস্থা দেখে প্রমাদ গুনছেন স্বামী হর্ষ। মা-কে দেখে ছেলে গোলার অবস্থাও খারাপ।

 

শোনা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরেই যা খাচ্ছিলেন, তাতেই নাকি অ্যাসিড হয়ে যাচ্ছিল। প্রাথমিকভাবে তিনি এটিকে গ্যাস্ট্রিকের ব্যাথা বলে উড়িয়ে দিলেও চিকিৎসকরা বলছেন, তা নয়। গ্যাস্ট্রিকের চেয়েও ভয়ানক রোগ বাসা বেঁধেছে ভারতীর শরীরে। পরিস্থিতি এমন যে, অস্ত্রপচার ছাড়া আর কোনও উপায় নেই। তাই তো তড়িঘড়ি ভারতীকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে।

 

ইতিমধ্যেই সেখানে বেশকিছু পরীক্ষাও করা হয়েছে তার। নানান পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তররাও নিশ্চিত করেছেন যে, পিত্তথলির কারণে তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। যার জেরে রোজ অসহ্য যন্ত্রণায় ভুগছেন তিনি। মূলত গলব্লাডারে পাথর খুঁজে পেয়েছেন চিকিৎসকরা। তবে ডাক্তাররা জানাচ্ছেন, সেরকম ভয়ের কিছু নেই। অপারেশন সম্পন্ন হলেই আবার আগের মত সুস্থ হয়ে উঠবেন তিনি।‌ দিব্যি হেসে খেলে বেড়াতে পারবেন। সেই সাথে আগের মত হাসাতেও পারবেন।

 

তবে মায়ের মন কী আর শান্ত থাকে? হাসপাতালে গিয়েও গোলাকে যে বড্ড মিস করছেন তিনি।‌ একরত্তিকে ছেড়ে কীভাবে থাকবেন হাসপাতালে? পেটের ব্যাথার চেয়েও বড় যন্ত্রণা হল গোলাকে ছেড়ে থাকার যন্ত্রণা। আর তাই তো কান্না থামাতে পারছেনা না। হাসপাতালের বেডে বসেই হাপুস নয়নে কেঁদে চলেছেন ভারতী। যদিও এই গোটা বিষয়টায় তার পাশে রয়েছেন স্বামী হর্ষ লিম্বাচিয়া। ভারতীর কাঁধে হাত রেখে তাকে ভরসা জোগাচ্ছেন তিনি। সেই সাথে একা হাতে সামলাচ্ছেন ছেলে গোলাকেও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version