ভারতে কুকর্ম কানাডায় নিরাপত্তা! NIA চরম স্টেপ নিল, সুখা দানুকার রহস্য় ফাঁস

।। প্রথম কলকাতা ।।

NIA লিস্টে থাকা খালিস্তানী নেতা সুখা দানুকা হত্যা কানাডায়। লরেন্স বিষ্ণোই গ্রুপ দায় না নিলে ফের কি দিল্লিকেই দায়ী করত কানাডা? ভারতে কুকর্ম করে কানাডায় আশ্রয়। ট্রুডোর অগ্নিপরীক্ষা জাতীয় তদন্তকারী সংস্থা বড় লিস্ট পাঠিয়েছে। খালিস্তানি ইস্যুতে এতদিন যা হয়েছিল বা হচ্ছিল কানাডা কোন স্টেপ নিচ্ছিল বা খারিজ করছিল সেসব তথ্য খুব কম মানুষই জানতেন কিন্তু এবার জাস্টিন ট্রুডোকে এক চক্রবূহ্যর মধ্যে ফেলে দিল দিল্লি। ভারতকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা? ট্রুডো কোনও স্টেপ না নিলে বিশ্ব এবার আঙুল তুলবে কানাডার দিকে।

হরদীপ সিং নিজ্জরের ইস্যুতে যখন তোলপাড় দুদেশের কূটনৈতিক মহল তখন জানা গেল খালিস্তানি নেতা সুখা দুনেকের মৃত্যুর খবর বাম্বিহা গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল সুখা দুনেকে। কানাডার উইনপিগে তাঁর খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইর গ্যাং। কারণ দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ছিল বলেই খবর। অনেকেই বলছেন এই দায় না স্বীকার করা হলে তাহলেও কি ভারতকেই দায়ী করতেন কানাডার প্রধানমন্ত্রী? কানাডায় ভারতীয় হাইকমিশনের অফিসে হামলায় দুনেকের হাত ছিল বলেও অনুমান ভারতীয় গোয়েন্দাদের। পঞ্জাব পুলিশের দাবি ২০১৭-য় কানাডায় পালিয়ে যায় দুনেকে। গত বছরের জুনে পঞ্জাব পুলিশের দুই কর্মীর বিরুদ্ধে FIR দায়ের হয়। সুখাকে পাসপোর্ট পাইয়ে দিতে তাঁরা সাহায্য করেন বলে অভিযোগ। পঞ্জাবে তার বাড়ি মোগা এলাকায়। সুখার বিরুদ্ধে খুন, হত্যার চেষ্টা ও তোলাবাজি-সহ একাধিক মারাত্মক অভিযোগ রয়েছে। সুখদুলের বিরুদ্ধে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি রাজস্থানে নাশকতা চেষ্টার অভিযোগ রয়েছে। কানাডায় একটি তোলাবাজির গ্যাং যুক্ত ছিল সুখা। সবথেকে বড় কথা NIA যে তালিকা পাঠিয়েছিল কানাডাকে তাদের মধ্যেও সুখা দুনেকের নাম ছিল।

ভারত ছেড়ে পালানো খলিস্তানি নেতা ও গ্যাংস্টাররা আশ্রয় নিচ্ছে কানাডায়। এবার কানাডার বিরুদ্ধে চরম অভিযোগ তুলল নরেন্দ্র মোদী সরকার। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র তরফে বুধবার বিচ্ছিন্নতাবাদী এবং দুষ্কৃতী নেটওয়ার্কে জড়িত ৪৩ জনের তালিকা কানাডা সরকারকে দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর।দ্বিপাক্ষিক কূটনৈতিক আবহে এটা দিল্লির নতুন চাপ কানাডার ওপর। প্রশ্ন উঠছে এবার কি করবেন ট্রুডো এবারও এদের বিরুদ্ধে কোনও স্টেপ না দিলে আন্তর্জাতিক মহল তো ওটওয়ার ওপরই চাপ বাড়াবে। এনআইএর তরফে বুধবার এক্স হ্যান্ডলে নয়াদিল্লির ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা লরেন্স বিষ্ণোই, জসদীপ সিংহ, কালা জাথেরি ওরফে সন্দীপ বীরেন্দ্র প্রতাপ ওরফে কালা রানা এবং জোগিন্দর সিংহের ছবি প্রকাশ করে জানানো হয়েছে ওই পলাতকদের মধ্যে অনেকেরই ঠিকানা এখন কানাডা। এবার দেখার কানাডার নেক্সট স্টেপ কী হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version