Tarakeshwar: অগণিত ভক্তের ভিড় শৈবতীর্থ তারকেশ্বরে, শিবরাত্রি উপলক্ষ্যে বিশেষ পুজো-অর্চনা

।। প্রথম কলকাতা ।।

Tarakeshwar: আজ মহা শিবরাত্রি (Mahashivratri)। দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভক্তকূল। পঞ্জিকা অনুযায়ী, শনিবার সন্ধ্যে ৬.০৩ মিনিটের পর কৃষ্ণ চূতুর্দশী পড়ছে। অর্থাৎ সেইসময়ের পরেই শিবলিঙ্গে দুধ, বেলপাতা, আকন্দ, ফুলের মালা দিয়ে অভিষেক করা যাবে। কিন্তু কৃষ্ণ চতুর্দশী পড়ার আগেই শিবালয় তারকেশ্বরে (Tarakeswar) ভিড় রীতিমতো নজরকাড়া। মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড়। আর এই চিঁড়ে চ্যাপ্টা ভিড়ের মধ্যেই হাতে পুজোর সামগ্রী নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ।

শিবরাত্রিকে উপলক্ষ্য করে তারকেশ্বরে প্রতি বছরই এমন ভক্ত সমাগম সাধারণ বিষয়। কিন্তু কৃষ্ণ চতুর্দশীর আগেই এমন ভীড় থাকলে সন্ধ্যার পর তারকেশ্বর মন্দিরে পা রাখার জায়গা পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরাই। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে , আজ সারাদিন এবং সারারাত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। উদয়নপুরের বাসিন্দা রাকেশ শাসমল বাবা তারকনাথের মাথায় জল ঢালার পর জানান, অফিস থেকে তারকেশ্বরের মন্দির কাছাকাছি হওয়ায় একবার দর্শন সেরে গেলেন তিনি এবং তাঁর সহকর্মীরা।

রাকেশ বাবুর মত আরও বহু ভক্তবৃন্দই নিজেদের মনোবাঞ্ছা পূরণের আশা নিয়ে এদিন এসে উপস্থিত হয়েছেন তারকেশ্বর মন্দিরে। সংসারের সুখ শান্তি এবং সকলের মঙ্গল কামনায় এদিন পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই শিবরাত্রি ব্রত পালন করে থাকেন। উপবাস করে শিবের মাথায় জল ঢেলে আশীর্বাদ লাভের ইচ্ছা রাখেন ভক্তরা। শুধুমাত্র তারকেশ্বর বললে ভুল হবে, আজ রাজ্যের বিভিন্ন শিব মন্দিরে হাজার হাজার ভক্তদের আগমন লক্ষ্য করা যাবে। ঝাড়খণ্ডের দেওঘর (Deoghar) মন্দিরে ইতিমধ্যেই তারকেশ্বরের মতোই ছবি ধরা পড়েছে। সেখানেও ভিড় বহু দর্শনার্থীদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version