ভারতের চোখ ধাঁধানো সফলতায় পড়শি দেশ বাংলদেশ খুশি হতে পারলো কি?

।। প্রথম কলকাতা ।।

বাংলাদেশ কি খুশি হলো চন্দ্রযান ৩এর সফলতায় ? বাংলাদেশের বড়ো সফলতায় খুশি হয় ভারত বাংলাদেশ কী প্রতিক্রিয়া দিচ্ছে ? ২০২৪ চাঁদের মাটিতে পা রাখবে বাংলাদেশ। বাংলাদেশের স্পেস রিসার্চ সেন্টার ঘোষণা করল বড়সড়। চাঁদ নিয়ে পরিকল্পনা কী ভারতের প্রতিবেশী দেশের? ভারত তো করে দেখিয়ে দিল এবার কী বাংলাদেশের পালা? ভারতের ইসরো পাকিস্তানের সুপারকো বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম জানা আছে?

তথ্য বলছে ভারতের এই সাফল্যের পর আরও বাড়ছে প্রতিবেশী দেশ বাংলাদেশের। ২০২৪ সালের শুরুতেই চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশে তৈরি প্রথম স্যাটেলাইট। বাংলাদেশের স্পারসো বা স্পেস রিসার্চ অ্যান্ড রিমোর্ট সেনসিং অর্গানাইজেশন এমনটাই জানিয়ে দিয়েছে কার্যত। ফেমটো স্যাটেলাইট সবচেয়ে আধুনিক ছোট সাইজের স্যাটেলাইট এর ওজন হচ্ছে ২০গ্রামের কম এর আগে কী মহাকাশে পাড়ি দিয়েছে বাংলাদেশের কোনও উপগ্রহ? নাকি এই প্রথম। বাংলাদেশ হাত মিলিয়েছে নাসার সঙ্গে। ‘ফেমটো’ আকারে অতি ক্ষুদ্র এই স্যাটেলাইট। চাঁদের আশপাশ পরিভ্রমণ করে নিয়ে আসবে। তথ্য সেই তথ্য দিয়ে চাঁদে মানুষ বসবাস করতে পারবে কিনা তা নিয়ে গবেষণা করবে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর আগে বাংলাদেশ ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে।

ভারতের চন্দ্রযান ৩ ঠিক চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার পরই বাংলাদেশ ঘোষণা করেছিল নাসার আন্ডারে তাদের বিগ প্রজেক্ট। আসলে চাঁদ মানুষের বসবাসের জন্য উপযোগী কিনা তা দেখতে স্যাটেলাইট নিয়ে কাজ করবে এমন ২২টি দেশকে নির্বাচিত করে নাসা এর মধ্যে রয়েছে বাংলাদেশও। নাসার সহযোগিতায় প্রায় ৫০ জনের একটি দল বাংলাদেশে প্রথমবারের মতো স্যাটেলাইট নির্মাণের কাজ করছে। এই স্যাটেলাইট তৈরির সকল কাজই বাংলাদেশে হচ্ছে। তাই এখন থেকে ভারতের তরফ থেকে শুভেচ্ছা রইল বাংলাদেশের জন্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version