Corona Update: বর্ষবরণের আগে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য

।। প্রথম কলকাতা।।

Corona Update: ফের ভয় ধরাতে শুরু করেছে করোনা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিতর সংখ্যা অনেকটা বেড়েছে। গত ২১ মে’র পর এই প্রথমে এক দিনে দেশে এত সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। করোনার বাড়বাড়ন্তের জন্য সতর্ক করা হয়েছে সব রাজ্যকে। সর্বক্ষণ নজর রাখা হচ্ছে করোনা পরিস্থিতির দিকে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার রাজ্য সরকার করোনা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিচ্ছে।
গতকাল বৈঠকের পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে …

১) গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে
২) করোনা সংক্রমিত হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়, সেই ব্যাপারে, হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠাতে বলা হয়েছে।
৩) নির্দেশ দেওয়া হয়েছে করোনা মোকাবিলায় প্রত্যেকটি হাসপাতাল কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখার
৪) রাজ্য প্রশাসন পরিকল্পনা করেছে প্রত্যেক জেলায়, হাসপাতালগুলিতে অন্তত কিছু বেড, কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার
৫) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবিলায় প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একজোট হয়ে কাজ করার বার্তা দিয়েছেন ।

উল্লেখ্য, ২০২০ সালের গোড়া থেকেই গোটা দুনিয়ায় দাপট দেখিয়েছে করোনা ভাইরাস (Corona Virus)। বিশ্ব প্রায় তিন বছর দেখেছে করোনার চোখ রাঙানি । আগের মতো মারণ ক্ষমতা না থাকলেও করোনা ভাইরাস এখনও বিপজ্জনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ who জানিয়েছে আগেই। ফের বিশ্বের ত্রাস হয়ে উঠতে চলেছে অতিমারী! ফের আসছে করোনা? যার উৎপত্তিস্থল আবারও সেই চিন! উঠছে এইরকমই একাধিক প্রশ্ন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version