Puber Moyna Serial: কীভাবে হচ্ছে গৌরবের পুবের ময়না-র শুটিং ? নায়িকা ঐশানী ফাঁস করলেন সব

।। প্রথম কলকাতা ।।

 

Puber Moyna Serial: জি বাংলায় নতুনভাবে ফিরছেন গৌরব। কীভাবে হচ্ছে পূবের ময়নার শ্যুটিং? বাঙালিয়ানায় ভরপুর গৌরব। একেক পাঞ্জাবিতে তাঁর লুক নজর কাড়বেই। নিজের চরিত্র নিয়ে এবার ফাঁস করলেন সবটা। দুই বাংলার গল্প নিয়ে ধারাবাহিক এগোবে। কটা থেকে দেখতে পাবেন? গৌরবের নতুন সিরিয়ালের জন্য এবার বন্ধ জি বাংলার এই ধারাবাহিক! কী বলছেন দর্শকরা?

 

নতুনভাবে নিজেকে যেন আরও একবার খুঁজে পেলেন গৌরব রায়চৌধুরী। খুব শান্ত পরিবারের ছেলে হয়েও এতো রাগ কেন তাঁর! কেনই বা তাঁকে লগ্নভ্রষ্টা হতে হল? তবে এখনই নিজের চরিত্র নিয়ে সবটা খোলসা করতে নারাজ। তবুও দর্শকদের কাছে কিছুটা হিন্ট দিয়েই দিলেন।

 

প্রোমোতে দেখা যাচ্ছে ছেলের সম্মান বাঁচাতে বাড়ির আশ্রিতা এক মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে দেয় মা। সেই আশ্রিতা মেয়েটি আসলে বাংলাদেশের বাসিন্দা। বিয়ের পর স্বামী যখন এই বিয়েকে স্বীকৃতি দিতে নারাজ, তখন বরকে অবাক করে সম্মতি দেয় মেয়েটিও। বলে ওঠে, তার কাছেও এই বিয়ের মান্যতা নেই। এমনকী, এরপর বাংলাদেশে তার একবার বিয়ে হওয়ার কথাও বলে। ঐশানী দে এই সিরিয়ালের নায়িকা। যিনি সিনেমা বা সিরিজে বেশ কিছু কাজ করেছেন ঐশানী। দেখা গিয়েছে তাঁকে ট্যাংরা ব্লুজ-এ। তবে ধারাবাহিকে কাজ এই প্রথম। পুবের ময়নায় কাজ করার অভিজ্ঞতা কেমন তাঁর?

 

কিন্তু গৌরবের নতুন সিরিয়াল আসতেই কোপ পড়ল অষ্টমীর কাঁধে। সময়ের সাথে সাথে এখন আমূল পাল্টে গিয়েছে বাংলা সিরিয়ালের ট্রেন্ড। তাই এখন আর বছরের পর বছর কোন ধারাবাহিকই চলে না। খুব অল্প সময়ের মধ্যে তিন থেকে ছয় মাস কিংবা বড় জোর ১ বছর। এরইমধ্যে শেষ করে দেওয়া হয় অধিকাংশ বাংলা ধারাবাহিক। নতুন পুরনো কিংবা কম বেশি জনপ্রিয় কোন কিছুই আর বাধা ধরা নিয়ম মেনে চলছে না এক্ষেত্রে। তবে পূবের ময়নার টাইম স্লট জানতে পেরে হতাশ অনেকেই।

 

স্লট জানতে পেরে বেশ হতাশ নেট-নাগরিকদের একাংশ। কেউ বলছেন পুবের ময়না ধারাবাহিক যদি ৬টায় সম্প্রচার হয়। তাহলে অষ্টমী ধারাবাহিক কখন সম্প্রচার হবে? জি বাংলায় একমাত্র অষ্টমী ধারাবাহিক ছাড়া আর কোনও ধর্মীয় ভিত্তিক ধারাবাহিক নেই। অন্যদিকে অষ্টমী বন্ধ হওয়া নিয়ে কম টিআরপি ছাড়াও আরও একটি কারণ সামনে আসছে। টেলিপাড়ায় শোনা যাচ্ছে চ্যানেল ও প্রযোজনা সংস্থার সমস্যার কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।

 

টিআরপি-র টক্কর যত দিন যাচ্ছে, ততই যেন জোরদার হয়ে পড়ছে। বর্তমানে খারাপ রেটিং থাকলে মাস দুয়েকের মধ্যে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার গল্পও নতুন নয়। জি বাংলা হোক বা স্টার জলসা, বাংলার এই প্রতিদ্বন্দী দুই চ্যানেলে একই কাণ্ড।

https://fb.watch/sSo9F-UfSv/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version