Shootout at Cooch Behar: এবার শ্যুট আউটের সাক্ষী কোচবিহার! এলোপাথাড়ি গুলি চালালো মত্ত যুবক

।। প্রথম কলকাতা ।।

Shootout at Cooch Behar : ভরা বাজারে হঠাৎ করেই পরপর গুলির শব্দ। আতঙ্কের বাতাবরণ কোচবিহারের বাবুরহাটে। বৃহস্পতিবার রাতে বাবুরহাট বাজারে এক যুবকের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় । বাজারের মধ্যে গুলির শব্দ পেয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে শুরু করেন বহু মানুষ। এরই মাঝে ওই যুবকের ছোঁড়া গুলি গিয়ে পায়ে লাগে দুই ব্যবসায়ীর। জানা যায় , অভিযুক্ত যুবক আকণ্ঠ মদ্যপান করেছিল। কিন্তু তাঁর এই গুলি চালানোর নেপথ্যে আসল কারণ কী তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন খোদ আহত ব্যবসায়ীরা।

গতকাল রাত ন’টা নাগাদ দেবব্রত আচার্য নামে এক যুবক বাবুরহাট বাজারে এসে প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালায়। এলাকায় তিনি বান্টি নামে পরিচিত। ওই দিন পাঁচ রাউন্ড গুলি চলে বলে জানা যায়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাজারে থাকা সাধারণ মানুষ। এই ঘটনায় জখম হয়েছেন মনতোষ সিং এবং বিমল কর্মকার নামে দুই ব্যবসায়ী। বাবুরহাট বাজারে মনতোষ সিং এর একটি সেলুন রয়েছে এবং তার পাশেই লটারির দোকান আছে বিমল কর্মকারের, এমনটাই খবর মিলেছে স্থানীয় সূত্রে। যদিও তাদেরকে লক্ষ্য করে কেন গুলি ছোঁড়া হল, এই জট এখনও তাঁরা নিজেরাই খুলতে পারেননি।

আহত দুই ব্যবসায়ীর দাবি, তাদের সঙ্গে দেবব্রতর কোনরকম শত্রুতা নেই। তাঁরা রাজনীতির সঙ্গে জড়িত নন। তাহলে কেন এই ঘটনা ঘটল? উঠছে প্রশ্ন। ঘটনার খবর পেয়েই সেখানে এসে উপস্থিত হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তবে অভিযুক্ত দেবব্রতকে পাকড়াও করা সম্ভব হয়নি। এই ঘটনার পরেই এলাকায় ছেড়ে চম্পট দেয় সে। হঠাৎ করে কেন গুলি চালানোর মতো ঘটনা ঘটালো দেবব্রত তার উত্তর খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version