Makar Sankranti 2023: নতুন বছরে মকর সংক্রান্তির তারিখ নিয়ে বিভ্রান্তি! জেনে নিন সঠিক সময়

।। প্রথম কলকাতা ।।

Makar Sankranti 2023: হিন্দুদের যতগুলি উৎসব রয়েছে, তার মধ্যে অন্যতম উৎসব হল মকর সংক্রান্তি (Makar Sankranti)। হিন্দু সংস্কৃতিতে এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। নতুন বছর ২০২৩ শুরু হতে না হতেই নতুন জল্পনা শুরু হয়েছে। নতুন বছরে মকর সংক্রান্তি পড়েছে ঠিক কোন দিন? ১৪ই জানুয়ারী না ১৫ই জানুয়ারী? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সাধারণত পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে মকর সংক্রান্তি পালন করা হয়। এই দিন নদীতে স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি একমাত্র উৎসব যা প্রতি বছর ১৪ই জানুয়ারি পালিত হয়, তবে এবার এই উৎসবটি ১৫ই জানুয়ারি পালিত হবে। কোনো কোনো সময় মকর সংক্রান্তি আবার ১২ই জানুয়ারিতেও পালিত হয়েছে।

ধর্মীয় শাস্ত্র অনুসারে, সূর্য যখন একটি রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে তখন তাকে সংক্রান্তি বলা হয়। সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে মকর সংক্রান্তি বলা হয়। সূর্যের এই রাশি চক্র পরিবর্তন শুধুমাত্র ১৪ই জানুয়ারিতে হয়, তাই এই দিনেই সংক্রান্তি উৎসব পালিত হয়ে আসছে। একটা সময় ছিল যখন সূর্যের রাশি পরিবর্তন ১২ থেকে ১৩ই জানুয়ারী ঘটত এবং ভবিষ্যতে এটি ১৫ই জানুয়ারী ঘটবে। ১৯০০ থেকে ১৯৬৫ সালের মধ্যে, মকর সংক্রান্তির উৎসব ১৩ই জানুয়ারীতে প্রায় ২৫ বার পালিত হয়েছিল। স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি মকর সংক্রান্তিতে জন্মগ্রহণ করেন।

২০২৩ সালে উদয়া তিথি অনুযায়ী, ১৫ই জানুয়ারী রবিবার মকর সংক্রান্তি উৎসব পালিত হবে। সূর্য শনিবার অর্থাৎ ১৪ই জানুয়ারি ৮টা ২১মিনিটে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। মকর সংক্রান্তির মহা পূণ্যকাল থাকবে সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৯টা ১৫মিনিট পর্যন্ত। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সংস্কৃত থেকে এসেছে সংক্রান্তি শব্দটি। মোট ১২টি রাশি রয়েছে। এই ১২টি রাশি অনুযায়ী রয়েছে ১২টি সংক্রান্তি। তার মধ্যে নতুন ফসলের উৎসব বলে বলে মনে করা হয় মকর সংক্রান্তি। এই দিনকে ভারতীয় সংস্কৃতিতে বলা হয় উত্তরায়ণের সূচনা।

গ্রহের রাজা হলেন সূর্য। তিনি মকর রাশিতে গমন করলে তাকে বলা হয় মকর সংক্রান্তি। গোটা ভারত মকর সংক্রান্তিতে মেতে ওঠে। এই উৎসবের প্রধান অঙ্গ হল পুণ্য স্নান। বিশেষ করে গঙ্গাসাগরে এই সময় যে মেলা বসে তার দেখা মতো। লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জড়ো হন। এই সংক্রান্তি উপলক্ষে পিঠে বানানো কিংবা লক্ষ্মীর আরাধনা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। শুধু ভারত নয়, দেশের বাইরে যেখানে হিন্দু ধর্মের মানুষরা রয়েছেন তারা অনেকেই মকর সংক্রান্তি পালন করেন। থাইল্যান্ডে মকর সংক্রান্তিকে বলা হয় সংক্রান, আর কম্বোডিয়ায় বলা হয় মহাসংক্রান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version