Bande Bharat: বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনায় অভিযোগ দায়ের, তদন্তে উত্তর-পূর্ব সীমান্ত রেল

।। প্রথম কলকাতা ।।

Bande Bharat: বহু প্রতীক্ষার পর মানুষের একরাশ স্বপ্ন সত্যি করে দুরন্ত গতিতে সমতল থেকে পাহাড়ের দিকে ছুটছে বন্দে ভারত (Bande Bharat) এক্সপ্রেস। সেই বন্দে ভারতকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথর। এই ঘটনায় উত্তর-পূর্ব সীমান্ত রেল সামসি স্টেশনে অভিযোগ দায়ের করেছে। রেলওয়ে অ্যাক্ট (Railway Act) এর অধীনেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। সেই বিষয়ে রিপোর্ট (Report) পাঠানো হয়েছে রেল মন্ত্রকে। পাশাপাশি সামসি এবং কুমারগঞ্জ স্টেশন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ওই এলাকায় রেল কর্তৃপক্ষ আরপিএফ পাঠিয়েছে। পাশাপাশি ওই এলাকায় জিআরপির পক্ষ থেকে তল্লাশি চালানো হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেসের (Bande Bharat) দ্বিতীয় দিনের এই অভিযোগ অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় যাত্রীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অভিযোগ ওঠে মালদাহের কুমারগঞ্জের কাছে হাওড়া গামী বন্দে ভারতে সোমবার সন্ধ্যায় কেউ পাথর ছুঁড়েছেন। সেই পাথর আঘাত করেছে ট্রেনটির সি-১৩ কামরার ডানদিকের একটি দরজায়। যার কারণে দরজাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ রীতিমত নড়েচড়ে বসেছে। পাথর ছোঁড়ার কারণে বন্দে ভারতের যা যা ক্ষতি হয়েছে সেই বিষয়ে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় আইবি।

পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা কুনাল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি উপযুক্ত তদন্তের দাবি করেন। অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করে প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রককে এনআইএ-কে দিয়ে ঘটনাটির তদন্ত করার আর্জি জানিয়েছেন।

পাথর ছোঁড়ার ঘটনাটি ঘটার পর মঙ্গলবার কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি কাটিহার ডিভিশনের কর্তারা একটি বৈঠক করবেন বলে জানিয়েছেন। সিসিআরও সব্যসাচী দে এই বিষয়ে জানান, এই ধরনের ঘটনা একটি শাস্তিযোগ্য অপরাধ। এর ক্ষতি মানে জনসাধারণের ক্ষতি, এই ট্রেন সাধারণ জনগণের সম্পত্তি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে আরো সতর্কতা বাড়ানো হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version