ভেঙে পড়ছে ঘর, দরজা – জানালা নেই! এই স্কুলে যেভাবে ক্লাস হচ্ছে দেখলে আঁতকে উঠবেন

।। প্রথম কলকাতা ।।

যেকোনও মুহূ্র্তে ধসে যেতে পারে গোটা বাড়ি। এটি আসলে একটি সরকারি স্কুল। যার করুণ অবস্থা ক্লাসরুমে যখন তখন ভেঙে পড়ছে চাঙর, খসে পড়ছে ইঁট, ঝুলছে রড। এই স্কুলেই কীভাবে পড়াশোনা চলছে নিজের চোখেই দেখুন। কয়েক বছর ধরেই ভগ্নদশায় পড়ে রয়েছে স্কুল ।চারিদিকে দেওয়াল জুড়ে ফাটল। এ ছবি ঝাড়গ্রামের ধানঘোরী গ্রামের মহুলবনি শিশু শিক্ষা কেন্দ্রের। প্রাথমিক স্কুলের এই দশা দেখে যে কেউ আঁতকে উঠবে।

কোনও ঘরের জানলা ভাঙা, কোথাও আবার দরজা বলতে কিছুই নেই। স্কুলের দরজা জানালা খেয়েছে উই পোকাতে। দেওয়ালের মাঝখানে বড় ফাটল। যে কোনও মুহুর্তে ধসে যেতে পারে। বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়। ছাদ থকে জল পড়ে, বিপজ্জনক অবস্থায় স্কুল। ভবন এই বুঝি যখন তখন ক্লাসরুমটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আতঙ্কের মধ্যেই ক্লাস করান শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু স্কুলে পড়ুয়া কমছে স্কুল চললেও পড়ুয়াদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। কারণ যে কোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

ক্লারুম থেকে মিডডেমিলের রান্নাঘর। থেকেও না থাকার মতই। সব মিলিয়ে মাত্র ৩ টে ঘর। আতঙ্কের প্রহর গুনছেন শিক্ষক থেকে অভিভাবকরা। এলাকার দরিদ্র ঘরের ছেলেমেয়েরা এই স্কুলে আসত একসময়। বেসরকারি স্কুলে পড়ানোর মতন টাকা নেই শ। তাই বাধ্য হয়ে ক্লাস করতে এখনও গুটিকয়েক পড়ুয়া আসে। স্কুলের গণ্ডিতে ঢুকলেই কেমন যেন আতঙ্ক গিলে খেতে আসে অভিভাবকদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version