।। প্রথম কলকাতা ।।
Joka Taratala Metro: আগামী সোমবার থেকে জোকা-তারাতলা মেট্রো (Joka Taratala Metro) চলাচল শুরু হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিলবে পরিষেবা। সোম থেকে শুক্রবার মিলবে পরিষেবা৷ শনি ও রবিবার চলবে না মেট্রো। শুক্রবার জোকা-তারাতলা মেট্রোর সূচনা হয়েছে৷ আগামী সোমবার থেকে একটি এসি রেক দিয়েই যাত্রী পরিষেবা শুরু হবে৷ আপাতত এই রুটে আপ-ডাউন মিলিয়ে মোট ১২ টি মেট্রো চলবে ।
কলকাতা মেট্রো রেলের (Kolkata Metro Rail) তরফে জানানো হয়েছে, জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। এরপর মেট্রো পাওয়া যাবে ১১টা, ১২টা, দুপুর ৩টে, বিকেল ৪টে ও বিকেল ৫টায়৷ অন্যদিকে, তারাতলা থেকে প্ৰথম মেট্রোর সময় সকাল সাড়ে ১০টা। এরপর মেট্রো মিলবে সাড়ে ১১টা, সাড় ১২টা, দুপুর সাড়ে ৩টে, বিকেল সাড়ে ৪টে বিকেল সাড়ে ৫টায়৷ অর্থাৎ দুই অন্তিম স্টেশন থেকে একঘণ্টা অন্তর পাওয়া যাবে মেট্রো৷
জোকা-তারাতলা মেট্রো রুট (Joka-Taratla Metro Route): প্রায় ১০ কিলোমিটার জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটের সাড়ে ৬ কিলোমিটার অংশ (জোকা-তারাতলা মেট্রো রুট) চালু হচ্ছে আজ। এই রুটে রয়েছে মোট ৬টি স্টেশন। স্টেশনগুলি হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা।
জোকা-তারাতলা মেট্রো(Joka-Taratla Metro Route) রুটে রয়েছে মোট ৬টি স্টেশন স্টেশনগুলি হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা।
জোকা-তারাতলা রুটের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা আর সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত ভাড়া ৫ টাকা৷ জোকা থেকে সখেরবাজার আর বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া ১০ টাকা৷ জোকা থেকে বেহালা বাজার আর তারাতলার ভাড়া ২০ টাকা৷ সখেরবাজার আর বেহালা চৌরাস্তা থেকে জোকা বা তারাতলা যেতে ভাড়া পড়বে ১০টাকা করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম