Christmas Celebrates in January: বছরের শেষে নয় শুরুতেই বড়দিন, কয়েকশো বছরের রীতি আর্মানি গির্জার

।। প্রথম কলকাতা ।।

Christmas Celebrates in January: বছরের শেষটা বেশ উৎসবের মধ্যে দিয়েই কাটে। কারণ প্রথমে ২৫ ডিসেম্বর আর তারপর নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষা। ২৫ ডিসেম্বর বড়দিন হিসেবেই পালিত হয় প্রায় বিশ্বজুড়ে। কিন্তু শহর কলকাতার বুকে বছরের শেষ মাসে নয় বরং বছরের প্রথম মাসে পালন করা হয় বড়দিন। এমন অদ্ভুত রীতি দেখতে পাওয়া যায় খাস কলকাতাতে। এইসব জানতে গেলে কয়েকশো বছর পেছনে যেতে হবে। কারণ এই ইতিহাস সেই সময়কার যে সময় তিলোত্তমা কলকাতা নামটাই পায়নি।

শহরের আর্মেনিয়ান হোলি চার্চ অফ নাজারেথ, এখানেই ২৫ ডিসেম্বর নয় বরং প্রত্যেক বছর ৬ জানুয়ারিতে (6th January) বড় দিন পালন করা হয়। আর্মানি গির্জা (Armani Church) এই নামটির সাথে আমাদের প্রথম পরিচয় হয়েছে সহজ পাঠের মাধ্যমে। তবে এই অসময়ে বড়দিন পালন (Christmas Celebrate) করার জন্যেও বিশেষভাবে মনে রাখা হয় আর্মানি গির্জাকে। শহর কলকাতার (Kolkata) সব থেকে পুরনো গির্জার নাম যদি বলতে হয় তাহলে কিন্তু এই গির্জার নামে উঠে আসে । এখানে আজও আর্মেনিয়ান রীতি অনুযায়ী জানুয়ারি মাসেই বড়দিন পালন করা হয়। বলা যেতে পারে কলকাতার বুকে এক টুকরো আর্মেনিয়া।

কিন্তু যেখানে সবাই ২৫ ডিসেম্বর বড়দিন পালন করে সেখানে কেন শহর কলকাতায় এই পুরনো গির্জায় ৬ জানুয়ারি পালন করা হয় বড়দিন। এই প্রশ্নের উত্তরে খ্রিস্ট ধর্ম নিয়ে যারা চর্চা করেছেন তাঁরা জানান, যীশু কবে জন্মগ্রহণ করেছিলেন সেই তারিখ নিয়ে ভিন্ন জনের ভিন্ন মত রয়েছে। যদিও চতুর্থ শতক পর্যন্ত খ্রিস্টধর্মাবলম্বী প্রত্যেকটি দেশের মানুষ জানুয়ারির ৬ তারিখে তাঁর জন্ম দিবস পালন করতো। কিন্তু পরবর্তীতে তা ২৫ ডিসেম্বর করে দেওয়া হয়। কারণ হিসেবে বলা যায়, ওই দিনটি সূর্যের জন্মদিন হিসেবেও বেশ কিছু দেশে পালন করা হতো। তাই যাতে ওই দিনটিতে শুধুমাত্র যীশুর জন্মোৎসবকে গুরুত্ব দেওয়া হয়। তার জন্য সারা পৃথিবী জুড়ে ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে ঘোষণা করা হয়।

কিন্তু আর্মেনিয়ায় এই রীতির প্রচলন হয়নি। কারণ রোমান ক্যাথলিক চার্চের আওতায় ছিল না আর্মেনিয়ার চার্চ গুলি। এছাড়াও তাদের দেশে কোনরকম অখ্রিষ্টান উৎসব অর্থাৎ সূর্যের জন্মোৎসব উদযাপন করা হতো না। তাই আর্মেনিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যীশুর জন্ম দিবস ৬ জানুয়ারি । এই কারণেই সকল আর্মেনিয়ান গির্জায় জানুয়ারির ৬ তারিখে বড়দিন পালন করা হয়। সেই রীতি বছরের পর বছর পালন করে আসছে কলকাতার আর্মানি গির্জা।

এখন সময়ের সাথে সাথে আর্মানি গির্জা তার জাঁকজমক হারিয়ে ফেলেছে। কিন্তু শহরের বুকে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে এখনও। সেখানে প্রত্যেক সপ্তাহের রবিবার উপাসনা হয় । সেই উপাসনায় অংশ নেন কলকাতার হাতে গোনা কয়েকটি আর্মানীয় পরিবার। এছাড়াও কলকাতায় যে সকল আর্মানিয়ান আবাসিক পড়ুয়ারা রয়েছেন তাঁরাও মাঝেমধ্যে রবিবার সকাল ন’টা নাগাদ গির্জায় এসে উপস্থিত হন । এখানে সাপ্তাহিক প্রার্থনাই নিয়ম অনুযায়ী চলে আসছে। জানুয়ারির এই বড়দিন ছাড়া বিশেষ কোনো অনুষ্ঠান এই গির্জায় দেখতে পাওয়া যায় না। বাংলার শহরে এই আর্মানি গির্জার বয়স এখন প্রায় ৩০০ বছর। সকলের অজান্তে কখন এই ঔপনিবেশিকতার ছাপ অতি সযত্নে লালিত পালিত হয়েছে এবং শহরকে ভালোবেসে মিশে রয়েছে শহরের মানুষের সাথে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version