।। প্রথম কলকাতা ।।
চীনের আর্মি হিন্দি ভাষা কেন শিখছে? আন্তর্জাতিক মঞ্চে চীনের নোংরা খেলায় এবার ফুল স্টপ। ভারতের সেনা নতুন মিশন কোন অস্ত্র নিয়ে নয় LACতে পিএলএ আর্মির ভাষাতেই এবার জবাব দেবে দিল্লি। কথায় আছে শব্দই ব্রহ্ম৷ এবার গোলাগুলি নয় শুরু হবে বাক্যবানের খেলা এদিকে সীমান্ত সমস্যা নিয়ে কথা বললে চটে যাচ্ছেন জিনপিং। অন্যদিকে চীনের পিএলএ আর্মিদের ধরে ধরে ট্রেনিং দেওয়া হচ্ছে হিন্দি ভাষার। অপরাশেন চালু ভারতীয় সেনার। LAC নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক গভীরে চিন্তা করছে। কমিউনিকেশনই আসল খেলা ঘোরাবে সীমান্তে। আচ্ছা ভেবে দেখেছেন কখনও যখন LAC পেরোনোর চেষ্টা করেছিল জিনপিংয়ের সেনা ঠিক কোন ভাষায় ইন্ডিয়ান আর্মি জওয়ানদের সঙ্গে বাদানুবাদ হয়েছিল? ভারতীয় সেনা জওয়ানদের চাইনিজ ভাষা শেখার ট্রেনিং দেওয়া হচ্ছে এবার নেপথ্যে কোন গভীর কারণ?
তথ্য বলছে, ইন্ডিয়ান আর্মির কমান্ডোরা চীনা ভাষা জানলে তারা প্রাথমিক স্টেপেই কথা বলে উত্তপ্ত পরিস্থিতিকেও কন্ট্রোলে আনতে পারবে। ২০২০ মে লাদাখের বেশ কিছু এলাকায় চিনি সেনাদের ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। যার জেরে রীতিমত দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়। এরপর ১৪-১৫ জুন গালওয়ান সংঘর্ষ শুরু হয় চীনের ৩৮ জন সৈনিক নিকেশ এবং ২০ জন ভারতীয় জওয়ান শহীদ। বিশেষজ্ঞদের দাবি, একে অপর দেশের ভাষাটা শেখাটা এখানেই জরুরী। ভারত বিশ্বাস করে প্রতিটা বিবাদের সমাধান কথা বলে হওয়া সম্ভব।
এখনও লাদাখ সীমানায় দুদেশের অন্তত ৫০ হাজার করে সেনা মোতায়েন। এই অবস্থায় একটা ভুল বোঝাবুঝি যুদ্ধ পরিস্থিতিও তৈরি করতে পারে। ভারতীয় সেনায় চিনি ভাষা জানা সৈনিকের সংখ্যা বেশি নয়। শত্রুর ভাষা শিখে তাদের কূটনীতির জালে ফেলাই লক্ষ্য। পঞ্চমরীতে চিনি বা ম্যান্ডারিন ভাষায় ট্রেনিং দেওয়া হচ্ছে। মোটা চারটে কোর্স করানো হচ্ছে। এর বাছাই করা সেনাদের চিনি ভাষায় পোস্ট গ্র্যাডুয়েশন করানো হবে। কূটনৈতিক মহল বলছে, একবার এই ভাষা শিখলে পিএলএ আর্মি সাইকোলজিও বুঝতে সুবিধা হবে ভারতীয় সেনা। তারপর চীনের ভাষাতেই চীনকে সপাটে উত্তর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম