ভারতকে চাপে ফেলতে পুতিনের সঙ্গে চীনের প্ল্যান! ব্রেনওয়াস হবে কার কার? দিল্লির ক’ড়া নজর

।। প্রথম কলকাতা ।।

চীনের বেল্ট অ্যান্ড রোড সম্মেলনে কার কার ব্রেনওয়াস হবে? প্রধান অতিথি হয়ে চীনে যাচ্ছেন ভ্লাদিমীর পুতিন। দিল্লির তীক্ষ্ন নজর এবার বেজিং কী ঘটতে পারে বিআরআই সম্মেলন নিয়ে ভারতের বড় সিদ্ধান্ত প্রকাশ্যে। দশ বছর পূর্ণ হচ্ছে চীনের বিতর্কিত ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের কিন্তু এখন রয়েছে বহু বিতর্ক বহু জল্পনা বহু ক্ষতির খতিয়ান সেই কন্ট্রোভার্সি শেষ করতেই কি এবার বেল্ট অ্যান্ড রোড সম্মেলনের আয়োজন করল চীন? ভারত কী অংশগ্রহন করবে এই সম্মেলনে? কেন পুতিনকেই প্রধান অতিথি করা হল? ভারতকে ধাক্কা দেওয়ার বড় চেষ্টা চীনের।

চীন কি এসব সম্মেলন করে বোকা বানাতে পারবে বিশ্বের বিভিন্ন দেশকে যারা বেজিংয়ের ঋণে জ্জজরিত? বেল্ড অ্যান্ড রোড প্রকল্পের সম্মেলনে প্রধান অতিথিই ভ্লাদিমীর পুতিন এই খবর যে ভারতের জন্য খুব একটা সুখকর নয় সেটা বেশ পরিস্কার হয়ে যাচ্ছে। কারণ ভারত চীনের বিআরআই প্রজেক্টের বিরোধীতা করেছে বারবার। তার বড় কারণ পাকিস্তানে চিনা প্রকল্পের একটি অংশ গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে। আর সেই ভারতেরই পরম মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট চীনের বিআরআই সম্মেলনের প্রধান অতিথি? এই গোটা ঘটনাবলি ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন তাবড় তাবড় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। জিনপিং এমন কী আলোচনা করবেন এবার পুতিনের সঙ্গে? রাশিয়াকে মাথায় রাখতে হবে ভারতের অবস্থানও নয়ত যুদ্ধের আবহে ভারতও কিন্তু বেঁকে বসতে পারে। মনে করছে ওয়াকিবহাল মহল এদিকে জানা যাচ্ছে সম্ভবত ভারত এই সম্মেলনে যোগদান করবে না।

প্রায় ১৫০র বেশি দেশ রয়েছে চীনের বেল্ড অ্যান্ড রোড প্রকল্পের অধীনে। এর মধ্যে ইতালি সরে যেতে চেয়েছে এই বিআরআই থেকে। পাকিস্তানের কাছে সরে দাঁড়ানোর উপায় নেই কিন্তু পাকিস্তানের বিপুল ক্ষতি হয়ে চলেছে‌ বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টে মুখে চীন যাই বলুক না কেন বেল্ট অ্যান্ড রোড প্রকল্প আসলে ফাঁদ বলেই মনে করেন অধিকাংশ বিশ্লেষক। পরিকাঠামো উন্নয়নের নামে ঋণের ফাঁদ পেতেছে কমিউনিস্ট দেশটি। তবে এইসুযোগে আরও একটা কাজ করতে পারে চীন হয়ত এখান থেকেই পশ্চিমের দেশগুলোর বিরুদ্ধে জোট গড়ার ক্ষেত্রে একজোট হতে পারে চীন ও রাশিয়া। এক্ষেত্রে আমেরিকা এই বৈঠককে কোন চোখে দেখছে সেটাও ফ্যাক্টর। আগামী সপ্তাহেই চীনের রাজধানীতে হবে এই সম্মেলন পুতিনের সঙ্গে চীনে যাচ্ছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভও। বৈঠকে বসবেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। এবার দেখার পুতিন চীনে যাওয়ার পর জল কতদূর এগোয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version