।। প্রথম কলকাতা ।।
China India: চিন ফুঁসছে ধরা পড়ে গেল লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলেন মোদী। মোদীকে নিয়ে হঠাৎ ভোল বদলে গেল কী করে চিনের? টাইমিংটাই গুরুত্বপূর্ণ বন্ধু্ত্ব বিষিয়ে দেওয়ার মোক্ষম চেষ্টা কুছ পরোয়া নেই সুপারপাওয়ারের সঙ্গে এবার সুপার ডিল হতে চলেছে ভারতের। আমেরিকা বুক থেকে চিনকে কত বড় মাস্টারস্ট্রোক দেবে ভারত? চিনের কমিউনিস্ট সরকারের যেটা করার কথা ছিল না সেটাই করে দিল। মোদীর বদনাম নয় প্রশংসা করছে চিন! নেপথ্যে জিনপিংয়ের কোন খেলা? মোদীর ওয়াশিংটন সফর আর তার ঠিক আগে মার্কিন সচিব ব্লিঙ্কনের সঙ্গে চিনের ব্যাক টু ব্যাক মিটিং। বড় কানেকশন এখানেই থাকছে। আমেরিকার সঙ্গে বেজিং হেডকোয়ার্টারে কি বোঝাপড়া চলছে ভারত তার পরোয়া করে না প্রমাণ হয়ে গেল আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে এত কেন ক্ষেপে যাচ্ছে চিন বা লাল সুলতান? চিনের সরকারী সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে এবার ভারতকে ধরে টানা হেঁচড়া এই রিপোর্টে রীতিমত প্রশংসাও করা হয়েছে মোদীর। কিন্তু রিপোর্টের গভীরে গেলে বুঝবেন কীভাবে ভারত- আমেরিকার বন্ধুত্বকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক এজন্যই কি যুক্তরাষ্ট্রে পা দেওয়ার আগে চিনকে সাবধান করে দিলেন মোদী? মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রথম থেকেই ভীষণ বিরক্ত চিন ও পাকিস্তান, তবে শুধু বিষ ছড়ালে বিশ্বাস করবে কে? তাই একটু অন্য ট্র্যাকেই হাটতে দেখা গেল জিনপিংয়ের দেশকে। জানা যাচ্ছে গ্লোবাল টাইমসের প্রতিবেদন জমিয়ে প্রশংসা করা হয়েছে ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির। তবে আমেরিকাকে বানিয়ে দেওয়া হল আসল ভিলেন। বেজিং লিখছে এই সফরে ভারতের সঙ্গে বিশেষ রক্ষা ডিল স্বাক্ষর করবে আমেরিকা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দিল্লির থেকে MQ-9B সিগার্ডিয়ান ড্রোন কেনার আগ্রহ দেখাচ্ছে। হাতিয়ার বিক্রির এই ডিল ২-৩ আরব ডলারে পৌছে যেতে পারে। এটা পরিস্কার আমেরিকা নিজেদের লোকসান করে কোনও ডিল করে না। মুখে যখন এমন কথা বলছে চিন গোপনে তারা কি করছে জানেন? ওয়াশিংটনে মোদী মোদী রব এদিকে চিন বের করছে বারুদের শব।
যে চিন নিজের অস্ত্র নিয়ে রাখঢাক রাখে। তারা ঘোষণা করে দিল তাইওয়ানের কাছে মোতায়েন করা হয়েছে চিনের সবথেকে খতরনাক সাবমেরিন টাইপ-০৩৯সি ইউয়ান অ্যাটাক সাবমেরিন। প্রতিরক্ষা মহল মনে করছে এটা চিনের একেবারে নতুন হাতিয়ার যা এতদিন দুনিয়ার থেকে গোপনে রাখা হয়েছিল। এটা ব্লু ব্যাটেলে চমকে দিতে পারে আমেরিকাকে। বিশেষজ্ঞ মহল প্রশ্ন তুলছে এই ঘোষণা এখনই কেন করতে হল ড্রাগনের দেশকে? শক্তি দেখানোর প্রয়োজন এখনই ছিল চিন বলছে, আমেরিকার সঙ্গে ডিফেন্স ডিল ভারত মজবুত করলে ভারতকে নাকি পরিণত হতে হবে মার্কিন সেনার রিমোর্ট কন্ট্রোলে। তাহলে কি ধরে নিতে হয় এবার ভারতকে সুবুদ্ধি দিতে চাইছে বেজিং।বিশেষজ্ঞরা বলছেন একেবারেই সেটা নয়, ভারতের রাষ্ট্রনেতার এই সফরে আসলে চিন এবার কতটা উদ্বিগ্ন কতটা বেহাল এটাই তার জলন্ত প্রমাণ। চিন ভুলে গিয়েছে ডিফেন্স সেক্টরে ভারত এখন আত্মনির্ভর। এছাড়াও ভারতের সিদ্ধান্ত নিতে হলে তাতে বেজিংয়ের কথা শুনে চলার কোনও দিনই কোন প্রয়োজন অনুভব করেনি দিল্লি। তাই তো আমেরিকায় পা দেওয়ার আগে ভারত থেকে রীতিমত গর্জন শোনা গেল নমোর। চিনকে একদফা ওয়ার্নিং দিয়ে দিলেন মোদী। সীমান্ত সমস্যা না মেটা পর্যন্ত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালকে একান্ত সাক্ষাৎকার মোদীর। এবার দেখার মোদী আমেরিকা সফরে থাকাকালীন চিন আর কি খেল দেখায়৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম