চীনের হাত ছাড়ছে রাশিয়া! লাদাখ নিয়ে বড় সমর্থন দিল্লিকে মস্কোর

।। প্রথম কলকাতা ।।

চীনের হাত ছেড়ে ধাক্কা দিল রাশিয়া ভারতের জন্য লাদাখের ডেপসাং ইস্যু আন্তর্জাতিক মঞ্চে বড় হতে চলেছে। চীনের অবস্থা এতটা খারাপ হবে বেশিদিন নেই আর। মোদীকে এ কী রিটার্ন গিফট দিলেন পুতিন? ব্যর্থ হয়েও একের পর এক ছক্কা৷ এমনটা বোধহয় ভারতই একমাত্র পারে। চীন স্বপ্নেও ভাবতে পারেনি ব্রিকসের আগে তাদের কুকীর্তি এভাবে প্রকাশ্যে গোটা দুনিয়া জেনে যাবে। ডেপসাং থেকে চীন সেনা সরাতে রাজী নয়। ভারত এটা শুনেও কিন্তু কোনও যুদ্ধের কথা বলেনি কার্যত কোনও হুমকিও দেয়নি এনিয়ে মোদী সরকারের ভূমিকায় প্রশ্ন উঠেছিল, কিন্তু দিল্লি নিঃশব্দে যে কূটনৈতিক চাল চালল এবার সেটা প্রকাশ্যে।

রাশিয়া পুরোপুরি ছেড়ে দেবে বেজিংয়ের হাত। মস্কো লাদাখ ইস্যুতে একেবারেই সমর্থন করল না চীনকে ভালো করে ভেবে দেখুন রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চীন সাহায্য করছে বা আগামী দিনেও বড় লেভেলে করতে পারে। তারপরও চীনের দাদাগিরি ভারতের ওপর মেনে নিল না রাশিয়া। চীন কি গত দুমাসে মস্কোর কোনও বড় ক্ষতি করেছে? রাশিয়া কি এবার ব্রিকসেও চীনের চোখরাঙানি সহ্য করবে না? না করলে ভারতের হাত শক্ত হবে তা নিঃসন্দেহে প্রেডিক্ট করা যায় এখন থেকেই। ইণ্ডিয়ান টুডের রিপোর্ট বলছে, ভারতে থাকা রাশিয়ার রাষ্ট্রদূত রোমান বাবুশকিন জি২০ সংক্রান্ত একটি বৈঠকে ডেপসাং ইস্যু নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করেই একথা জানিয়ে দেন ভারত-চীন সীমান্ত উত্তেজনা থেকে সুযোগ তোলার কথা কোনওদিনই ভাবেনি মস্কো।

এই কথার মানে কি দাঁড়ায়? ভালো করে শুনুন আজ থেকে ঠিক দেড় বছর আগে ভারতকে কিন্তু এভাবে সমর্থন করার কোনও ইনটেনশন ছিল না রাশিয়ার। ভারতে ততৎকালীন সদ্য নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপোভে জানিয়েছিলেন লাদাখনিয়ে ভারত ও চিনের মধ্যে চলা সীমান্ত বিবাদে মধ্যস্থতা করার কোনও পরিকল্পনা নেই রাশিয়ার। তাহলে দেড় বছর পর এসে চীনের পরম বন্ধু রাশিয়া সুর কেন বদলে গেল? কূটনৈতিক মহল বলছে এর নেপথ্য রয়েছে ভারতেরি স্ট্র্যাটেজি। এবারের জি২০ সম্মেলন এন্ট্রি পাওয়ার জন্য দিল্লি কম তেল দেয়নি ইউক্রেন। এমনি ভারতকে বিশ্বগুরু বলেও সম্বোধন করেছিল কিন্তু তা সত্ত্বেও এবার ইউক্রেনকে জি২০ তে আমন্ত্রণ করেনি ভারত। বিশেষজ্ঞরা মনে করছে দিল্লির এই সিদ্ধান্তেরই রিটার্ন গিফ্ট মোদীকে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিন। তারা লাদাখ ইস্যুতে আন্তর্জাতিক স্তরে বেজিংকে সমর্থন দিলেন না। তবে আসল খেলা তো হবে ব্রিকসে৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version