Pakistan china: পাকিস্তানের দুর্দশায় বড় ধাক্কা দিল চিন! পুতিনই কি মন্ত্র ঢাললেন শি-য়ের কানে?

৷৷ প্রথম কলকাতা ৷৷

Pakistan china: পাকিস্তানের ভবিষ্যতবাণী আগেই হয়ে গিয়েছিল? চিনের কানে কে মন্ত্র দিল যে মারাত্মক এফেক্ট শুরু ইসলামাবাদে? পেট্রোল বোমা দেশটার ওপর ফেলে দিল শাহবাজ সরকার৷ ভারত কেন পাকিস্তানকে সাহায্য করছে না উত্তর চায় ইসলামাবাদ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিনের বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পুতিনের বন্ধু শি জিনপিং৷ কিন্তু পাকিস্তান লাভের আশায় লোভে পড়ে ডিল করল ইউক্রেনের সঙ্গে৷ অনেকেই বলছেন, ভিখারি পাকিস্তানকে ঘুরপথে বড় ঝটকা হয়ত পুতিনই দিলেন৷ বিজনেস টুডের রিপোর্ট বলছে, ইসলামাবাদে চিন বন্ধ করে দিল তাদের কনস্যুলেট অফিস৷ কোনওরকম ঘোষণা কোনওরকম পূর্বাভাস ছাড়াই৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন এটা পাকিস্তানের জন্য এ মূহুর্তের দাঁড়িয়ে অবশ্যই বিপদের বার্তা৷

বেজিংয়ের সঙ্গে একেই তো সম্পর্ক বিগড়ে ছিল এবার কি পাক-চিন সম্পর্ক বিপদের মুখে? বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এবার হয়ত পাকিস্থানি নাগরিকদের চিনে প্রবেশ নিষিদ্ধ হয়ে যেতে পারে! পাকিস্তানিরা চিনে ঢোকার ভিসা নাও পেতে পারে৷ আর চিন কেন এমনটা করল কি কারণ বলছে তারা? বৃহস্পতিবার সকালে চোখ খুলতে পাক নাগরিকদের সামনে আরও একটা দুঃসংবাদ৷ এক লিটার পেট্রোলের দাম ছাড়িয়ে গেল ২৫০ টাকা৷ ২৭২ টাকা লিটার বিক্রি হচ্ছে পেট্রোল৷ চা- চাল- আটায় তো হাত লাগানো যাচ্ছে না৷ এক কেজি চায়ের দাম ১৬০০ টাকা৷ পাকিস্তানি সংবাদপত্র ডন বলছে, আসন্ন রমজান মাসে ১০০০ টাকা প্রতি কেজি চায়ের দাম বেড়ে ২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে! ইনফ্লেশনের এত ভয়ঙ্কর রূপ সহ্য করতে পারছে না পাকিস্তানীরা৷

পাকিস্তানের সোশ্যালিস্ট পার্টি বলছে এখনই তো ভারতের এগিয়ে আসা উচিত ছিল৷ দেশের সীমান্ত দিয়ে গম-আটা পাঠিয়ে ভারত উদারতার পরিচয় দিতে পারত
যেমনটা তুরস্কের জন্য করছে ভারত৷ তুরস্কের সঙ্গেও তো আগে সম্পর্ক খুব একটা ভালো ছিল না ভারতের৷ তবুও ভারত উঠেপড়ে লেগেছে ভূমিকম্প কবলিত মানুষদের উদ্ধার করার জন্য তাহলে পাকিস্তান কেন ব্রাত্য থাকবে, প্রশ্ন তুলছেন অনেকেই৷ চিনের দাবি, ক্রমাগত জঙ্গিদের হুমকির জেরে এত কড়া সিদ্ধান্ত নিল চিন৷ গত কয়েকদিন ধরে পাকিস্তানের চিনা দূতবাসে হামলার হুমকি দেয় তেহরিক-ই তালেবান (TTP) এবং বালোচ জঙ্গিরা৷ জঙ্গি হুমকির আশঙ্কাতেই পাকিস্তানে নিজেদের কনস্যুলেট অফিস সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেজিং৷ কিন্তু অনেকেই মনে করছেন হয়ত ইউক্রেন ক্রমাগত অস্ত্র পাঠিয়ে পাকিস্তান যে বিপদ ডাকছে এটা তার প্রথম ধাপ৷ পাকিস্তান দুর্দশা থেকে বাঁচবার একটা পথও কি এতদিনে বের করতে পারল? সেটাই এখন প্রশ্ন৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version