Imran Khan Arrested: ইমরান খানের গ্রেফতারির নেপথ্যে চিন! জলঘোলা হচ্ছে, ষড়যন্ত্রের নয়া দিক

।। প্রথম কলকাতা ।।

Imran Khan Arrested: ইমরান খানের গ্রেফতারির নেপথ্যে চিনের হাত। প্রকাশ্যে কোন রিপোর্ট? পাকিস্তান এখন উত্তপ্ত এর মধ্যে চিনের প্রতিক্রিয়ায় চমকে যাবেন। এই দেশলাই কাঠিটারই দরকার ছিল। গ্রেফতারি কীভাবে হবে জানতেন ইমরান খান। পাকিস্তানের আইএসআই চিফ কোন কলকাঠিটা নাড়লেন? বিলাবল ভুট্টো ভারতে আসায় তুলোধনা করেছিলেন ইমরান খান৷ ঠিক তারপরেই কি হয়েছিল জানেন? নোট ডাউন করতে হবে পরপর ঘটনা। গোটা পাকিস্তান জুড়ে প্রকাশ্যে বলা যাচ্ছে না কিন্তু ভেতর ভেতর ফিসফিসানি এর নেপথ্যে ড্রাগনের দেশের হাত নেই তো? অনেকেই বলছে পাকিস্তানের এই দশার নেপথ্যে একই ইঙ্গিত মিলছে কোথাও কোথাও৷ এখনও পর্যন্ত ২০০০ জনের বেশি ইমরান সমর্থকদের আটক করেছে পুলিশ। পাক আর্মি তো বলেই দিয়েছে এটা পাকিস্তানের কালো দিন।

কিন্তু চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং পাকিস্তানে আসার মাত্র একদিন পরেই কেন গ্রেফতার করা হল ইমরান খানকে বলতে পারেন? ৬ মে কিন গ্যাং দুদিনের সফরে পাকিস্তান গিয়েছিলেন। এদিকে ৯ মে গ্রেফতার করা হল ইমরান খানকে। অনেকেই বলছেন চিন বরাবরই চায় পাকিস্তানকে সেনা শাসন করুক। এদিকে ইমরানের শাসনকালে নাকি চিন বেশ অস্বস্তিতেই ছিল। এমনটাই দাবি করছে ইন্ডিয়ান টাইমসের এক রিপোর্ট। তাই হতে পারে এটা চিনেরই উস্কানি৷ আর পাকিস্তান এই দুর্দশাতে চিনের কথা মানতে বাধ্য৷ যদি এই যুক্তি মেনেও নিতে হয় তাহলে বলতে হয় এতে চিনের লাভের লাভটা কী হবে?

বিশেষজ্ঞদের একাংশ কিন্তু চিনকে নিয়ে এমন তথ্য মানতে রাজী নন৷ তাদের দাবি এটা একান্তই পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। চিন কেন এতে হস্তক্ষেপ করতে যাবে। সবথেকে বড় কথা পাকিস্তানের উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্র মন্তব্য করলেও চিনের তরফ থেকে কিন্তু এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্য হিন্দুর রিপোর্ট বলছে এই ঘটনায় এখনও নিশ্চুপ রয়েছে বেজিং। এদিকে ইমরানকে গ্রেফতার করার আরও একটা ষড়যন্ত্রের দিক কিন্তু উঠে আসছে যা চাইলে অস্বীকার করা যাবে না৷ এখন সবথেকে বড় প্রশ্ন খানসাহেবের সঙ্গে এবার কি করবে পাকিস্তানী সেনা। তিনি তো বারবার বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে হত্যার অভিযোগ তুলছেন।

কূটনৈতিক মহলের একাংশ বলছেন আইএসআই অধিকারীর মেজর জেনারেল ফয়জল নাসিরের বিরুদ্ধে যেভাবে বারবার আওয়াজ তুলেছেন ইমরান খান বা তাঁর বিরোধীতা করেছেন হতে পারে এটা আইএসআইয়ের একটা পূর্বপরিকল্পিত প্ল্যান। পাকিস্তান জুড়ে হাওয়ায় ভাসছে এখন এই কথাগুলোই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version