Sarat Chandra Medical College: এক বোতল রক্তের আশায় বাঁচে ‘ওরা’, হাসপাতালেই উদযাপন শিশু দিবস

।। প্রথম কলকাতা ।।

Sarat Chandra Medical College: ১৪ ই নভেম্বর অর্থাৎ সোমবার গোটা দেশজুড়ে পালিত হয়েছে শিশু দিবস। এই দিনটি উদযাপনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে। তবে যাদের শৈশবের দিনগুলি কাটছে হাসপাতালে যাওয়া আসা করতে করতেই, এক বোতল রক্তের জন্য হচ্ছে স্কুল কামাই তাদের কথা ভেবে অভিনব উদ্যোগ নেয় রক্তকরবী সংগঠন। তাঁরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে থ্যালাসেমিয়া ডে কেয়ার ইউনিটে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য আয়োজন করেন শিশু দিবস উপলক্ষ্যে এক বিশেষ প্রতিযোগিতা।

অন্যান্য দিনের মতোই সোমবার হাওড়ার (Howrah) বিভিন্ন প্রান্ত থেকে উলুবেড়িয়ার এই শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিজেদের সন্তানকে নিয়ে এসেছিলেন অভিভাবকরা। থ্যালাসেমিয়া (Thalasemia) আক্রান্ত এই শিশুদের রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াই মূল সমস্যা। তাই নির্দিষ্ট সময় আসতেই হয় হাসপাতালে। গতকালও তাঁরা সেই ভেবেই এসেছিলেন। কিন্তু থ্যালাসেমিয়া ডে কেয়ার ইউনিটে এসে কিছুটা চমকে যান অভিভাবক সহ শিশুরা । আর তারপরে তাদের শিশু দিবস কাটে কিছুটা অন্যরকম ভাবে।

রক্তদান আন্দোলনের কর্মীদের সংগঠন রক্তকরবী গতকাল শরৎচন্দ্র মেডিকেল কলেজে থ্যালাসেমিয়া শিশুদের জন্য একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানে অংশ নিয়েছিল থ্যালাসেমিয়া আক্রান্ত ক্ষুদেরা। মনের আনন্দে রং তুলি নিয়ে নিজেদের ভাবনাগুলিকে সাদা পাতায় ফুটিয়ে তুলতে ব্যস্ত হয়ে যায় তাঁরা। তা দেখে বেশ খুশি হন অভিভাবকরাও। ২৩ জন শিশুকে নিয়ে গতকাল ওই হাসপাতালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সবশেষে তাদের জন্য ছিল রং পেন্সিল, হাতের লেখার বই এছাড়াও আনুষাঙ্গিক বিভিন্ন সামগ্রী। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করে রক্তকরবী সংগঠন। এক কথায় শিশু দিবসে এই সংগঠনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version