।। প্রথম কলকাতা ।।
Bollywood: সমস্ত ছেলেমেয়েদের জন্য বলিউড নিরাপদ নয়। ডিম্পল কুইন প্রীতি জিন্টার মন্তব্যে ব্যাপক শোরগোল বলিপাড়ায়। এখানে ছবিতে সুযোগ পেতে সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে ছেলেমেয়েরা…বলছেন অভিনেত্রী। এই দুনিয়ায় নাকি গড ফাদার ছাড়া টেকা মুশকিল! টিনসেল নগরীর কালো সত্য ফাঁস করলেন প্রীতি জিন্টা। এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেললেন ঝাঁ চকচকে গ্ল্যামার ওয়ার্ল্ডের মুখোশ। ঠিক কী বলেছেন অভিনেত্রী? বলি নায়িকার কোন কথায় এত হইচই?
হেমা মালিনী যদি বলিউডের ‘ড্রিম গার্ল’ হন, তাহলে প্রীতি জিন্টা হলেন ‘ডিম্পল গার্ল’। অভিনেত্রীর ঐ টোল পড়া গালে কত পুরুষ যে হৃদয় হারিয়েছে তার ইয়ত্তা নেই। কেরিয়ার শুরুর থেকেই এক আলাদাই মাদকতা ছড়িয়েছিলেন তিনি। একটার পর একটা হিট ছবির দৌলতে বক্স অফিসকেও হাতের মুঠোয় পুরে ফেলেছিলেন এই নায়িকা।
তারপর হঠাৎ করেই একদিন গায়েব হয়ে গেলেন। বড় পর্দার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে হয়ে উঠলেন ঘোরতর সংসারী। সম্প্রতি সেই প্রীতির মন্তব্যেই তুমু্ল শোরগোল। শোরগোল হবে নাই বা কেন, হ্যাঁচকা টানে সিনে দুনিয়ার কালো মুখোশ যে টেনে খুলে দিয়েছেন তিনি।
যদিও বহুদিন হয়ে গেল বলিউডের সাথে আর তেমন যোগাযোগ রাখেন না কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন। আপাতত স্বামী সন্তান আর আইপিএল নিয়েই ব্যস্ত জীবন তার। তাহলেও কি আর পুরনো অভিজ্ঞতার কথা ভোলা যায়? একজন আউটসাইডার হয়ে তিনি যে নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছেন তা যে সত্যিই প্রশংসার যোগ্য। তার আকর্ষণীয় ব্যক্তিত্ব, গালে টোল পড়া হাসি আজও ঝড় তোলে অনুরাগীদের মনে। একটা সময় কারও কোনও সহযোগিতা ছাড়াই প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। আর তাও নিজের সুনিপুণ অভিনয় দক্ষতার মাধ্যমেই। তবে সেটা যে খুব সহজে হয়ে গেছে তেমনটা মোটেও নয়। এর জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছে ডিম্পল গার্ল প্রীতিকে।
আর এবার সেই অভিজ্ঞতার ঝুলি থেকেই বের করে আনলেন কিছু কঠিন অভিজ্ঞতার কথা। সেই সাথে বলিউডের লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকটার উপর থেকেও পর্দা সরালেন তিনি। বেশ স্পষ্ট ভাষাতেই জানালেন বলিউডের আসল সত্য।
স্পষ্টবক্তা হিসেবে বরাবরই সুখ্যাতি রয়েছে অভিনেত্রীর। পূর্বেও একাধিকবার একাধিক বিষয়ে নিজের মতামত রেখেছেন তিনি। সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, প্রীতির এই সাক্ষাৎকারটি পুরনো ঠিকই, তবে ভিডিওতে বলা কথাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভিডিওতে দেখা যাচ্ছে কোনও রাখঢাক না রেখেই অভিনেত্রী বলেন, ‘বলিউডে ছবি পাওয়ার জন্য যত দূর খুশি যেতে পারে ছেলেমেয়েরা। যাদের কোনও ব্যাকগ্রাউন্ড নেই, তারা মাথা তুলে দাঁড়াতে পারে না। তবে শুধু ফিল্মি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি না। যে কোনও ব্যাকগ্রাউন্ড না থাকলেই এই সমস্যা। সেই সব ছেলেমেয়েদের জন্য বলিউড নিরাপদ জায়গা নয়।’ প্রীতির বক্তব্য যে বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার তা বলাই বাহুল্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম