Cyclone Michaung: ঘূর্ণিঝড়ে ভাসছে চেন্নাই, রাস্তায় ঘুরছে কুমির! বাংলায় আবহাওয়ার অশনি সংকেত ?

।। প্রথম কলকাতা ।।

Cyclone Michaung: রাস্তায় বইছে জলের স্রোত বানভাসি চেন্নাইয়ের পথে পথে ঘুরছে কুমির! খেলনার মতো ভেসে যাচ্ছে গাড়ি। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি। পথ না নদী বুঝতেই পারবেন না চারদিকে হাহাকার। জায়গায় জায়গায় বড় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বিদ্যুৎ এবং ইন্টারনেট নেই ঘূর্ণিঝড় পুরোপুরি থমকে দিয়েছে জনজীবনকে। এদিকে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি চলছে বাংলায়। চেন্নাইয়ের মতো পরিস্থিতি হতে পারে কলকাতাতেও? ডিসেম্বরেও শীতের দেখা নেই! আবহাওয়া দফতর কী বলছে? চেন্নাইয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল। কিন্তু চেন্নাইয়ের ঘূর্ণিঝড়ের সাথে বাংলার শীতের সম্পর্ক কী? অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাবে কী হতে পারে?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃ্ষ্টি চলছে। আগামী দুদিন এই বৃষ্টি চলতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর শীত পড়তে পারে বঙ্গে। ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় সমস্যা একটাই শীত আসতে বারবার বাধা পাচ্ছে। মিগজাউম রীতিমত তাণ্ডব চালিয়েছে চেন্নাই-সহ আশপাশের এলাকায়। চেন্নাইয়ের বিমানবন্দরে পুরো জলের স্রোত বয়ে যাচ্ছে। চেন্নাইয়ে এমন অবস্থা হয়েছে যে ২০১৫ সালের ভয়াবহ স্মৃতি ফিরে আসছে। লাগাতার বৃষ্টির জেরে স্তব্ধ হয়ে গিয়েছে পুরো শহর। নদীতে পরিণত হয়েছে শহরের বিভিন্ন রাস্তা কোথাও জল দাঁড়িয়ে আছে কোথাও আবার জলের স্রোত বয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন দ্বীপে বসে থাকার মতো অবস্থা হয়েছে অধিকাংশ মানুষের। শুধু তাই নয়, একটি ভাইরাল ভিডিয়োয় রাস্তায় ্কমির ঘুরে-বেড়াতে দেখা গিয়েছে।

আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের কোনও জেলায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। এরপর ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বদলে যাবে আবহাওয়া। এই আবহে পরবর্তী তিন থেকে চারদিনে একধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তাপমাত্রা। ফের শিরশিরানি অনুভূত হবে বাংলার জেলায় জেলায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version