Mid Day Meal: রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, মিড ডে মিল নিয়ে পরিদর্শন জেলায় জেলায়

।। প্রথম কলকাতা‌।।

Mid Day Meal: আগামীকাল সপ্তাহের প্রথম দিন সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় মিড ডে মিল (Mid Day Meal) বিষয়ে পরিদর্শনের কাজ শুরু করবে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল। তাঁরা রবিবার বিকেলের মধ্যেই কলকাতায় এসে পৌঁছবেন বলে জানা গিয়েছে। কেন্দ্র এবং রাজ্য আধিকারিকদের যৌথভাবে এই পরিদর্শনের কাজটি সম্পন্ন করতে হবে। এমনটাই জানা গিয়েছে নবান্ন (Nabanna) সূত্রে। এই প্রতিনিধি দলের মূল কাজ হবে মিড ডে মিল বিষয়ে প্রত্যেকটি স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখা। আর তারপর সেই ভিত্তিতে রিপোর্ট তৈরি করা। যদিও কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই রাজ্যের তরফ থেকে মিড ডে মিল নিয়ে এক দফা পরিদর্শন সেরে ফেলা হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে তরফ থেকে এই বিষয়ে রাজ্যকে একটি চিঠি দেওয়া হয়েছে। আর সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রতিনিধি দলের চেয়ারম্যান করে পাঠানো হচ্ছে উত্তরাখণ্ডের এক বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধানকে এছাড়াও ১২ জন সদস্যর ওই প্রতিনিধি দলে থাকছেন ইউনিসেফ (UNICEF) এর প্রতিনিধি সহ পিএম পোষণের কয়েকজন কনস্যালটেন্ট। পিএম পোষণ প্রকল্পের অধিকর্তা জি বিজয়া ভাস্কর ও রাজ্য সরকারের মিড ডে মিল প্রোজেক্ট ডিরেক্টর তপন কুমার অধিকারী। এছাড়াও এই প্রতিনিধি দলে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন বলেও জানা গিয়েছে।

যে প্রতিনিধি দল রাজ্যে পরিদর্শন কর্মসূচি সম্পন্ন করবেন তাদের সমস্ত খরচ পিএম পোষণ (PM Poshan) প্রকল্প থেকে নিতে হবে এমনটাই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশাবলীতে বলা হয়েছে। শেষবার প্রায় নয় বছর আগে ২০১৩-১৪ আর্থিক বর্ষের জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিদল রাজ্যে আসে। তারপর দীর্ঘ সময় এই প্রতিনিধি দল আর রাজ্যের মিড ডে মিল নিয়ে পরিদর্শনে আসেনি। যদিও এবারে তাদের পরিদর্শনের ক্ষেত্রে নির্দিষ্ট একটি গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। কোন কোন জেলায় তাঁরা পরিদর্শন করবেন এই বিষয়টি যদিও প্রতিনিধি দলের আধিকারিকরাই ঠিক করবেন। সেখানে গিয়ে প্রতিনিধি দল দেখবে কীভাবে মিড ডে মিলের খাবার রান্না করা হচ্ছে, কোথা থেকে সেই খাদ্য সামগ্রী আসছে, স্বাস্থ্যকর উপায়ে রান্না করা হচ্ছে কিনা এই সমস্ত বিষয়।

কেন্দ্রের প্রতিনিধি দল আসার আগেই অবশ্য রাজ্য নির্দেশিকা জারি করে। আর তারপর নির্দেশ দেওয়া হয় প্রত্যেকটি জেলায় মিড ডে মিল নিয়ে পরিদর্শন করার জন্য। নবান্নের এই নির্দেশ অনুযায়ী জেলাগুলির জেলাশাসক থেকে শুরু করে বিডিও সকলেই মিড ডে মিল নিয়ে স্কুল পরিদর্শন করেন পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছিল কোন রকম অসন্তোষজনক কিছু নজরে এলেই তা রিপোর্ট করতে হবে পোর্টালে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version