Mid Day Meal: রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল, এর মাঝেই মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা

।। প্রথম কলকাতা ।।

Mid Day Meal: সোমবার কেন্দ্রীয় প্রতিনিধিদল এসে পৌঁছেছে রাজ্যে। তাঁরা মিড ডে মিলের (Mid Day Meal) খাবার নিয়ে তদন্ত করার উদ্দেশ্যে বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন। এইমতো পরিস্থিতিতে আবারও চূড়ান্ত অব্যবস্থা প্রকট হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার চন্দ্রকোনাতে। সেখানকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের খিচুড়ির মধ্যে পাওয়া গেল মরা আরশোলা। যা দেখে স্বাভাবিক ভাবেই গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, চন্দ্রকোনার ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা সুমন রায়ের ছেলে ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে। সে মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মিড ডে মিলের খিচুড়ি নিয়ে বাড়িতে যায়। আর তারপর খিচুড়ির কৌটো খুলে দেখতেই সেখানে একটি মৃত আরশোলার (Cockroach) দেখা মেলে। সঙ্গে সঙ্গে সেটি এনে দেখানো হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনী এবং সহকারীদেরকে। তাঁরা আশেপাশের অন্যান্য শিশুদের বাড়িতে গিয়ে মিড ডে মিলের ওই খিচুড়ি না খাওয়ার জন্য অনুরোধ করেন।

এই ঘটনায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা এবং রাঁধুনী নিজেদের ভুল স্বীকার করেছেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে এসে উপস্থিত হন ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ পোড়িয়া। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন। আলোচনা করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সঙ্গেও। বিষয়টি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, এমনটাই জানিয়েছেন তিনি। যদিও এই ধরনের ঘটনা রাজ্যে প্রথমবারের জন্য ঘটেনি। এর আগেও ময়ূরেশ্বরে মিড ডে মিলে ডালের বালতির মধ্যে মৃত সাপের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। চাঁচলে মিড ডে মিলের জন্য মজুত করা চালে ছিল মরা টিকটিকি এবং ইঁদুরের মেলা। পাঁশকুড়াতেও ঠিক একই অভিযোগ উঠে আসে। বারে বারে এই ধরনের ঘটনা ঘটার পরেও কেন সাবধানতা অবলম্বন করা হচ্ছে না ? স্থানীয়দের তরফ থেকে বর্তমানে উঠে আসছে সেই প্রশ্ন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version