Bengali serial: তিন বছরেই সেলেব! ছোট রাধিকা কিভাবে সামলাচ্ছে পড়াশোনা অভিনয়?

।। প্রথম কলকাতা ।।

 

Bengali serial: বয়স মাত্র তিন বছর দশ মাস। এর মধ্যেই রীতিমতো তারকা তকমা পেয়ে গিয়েছে শিশুশিল্পী রাধিকা। কে প্রথম কাছে এসেছি-র মিহি এখন সোশ্যাল মিডিয়া সেনসেশন। একটা বিরাট ফ্যানবেস রয়েছে তার। মিহির ‘রাধিকা টেলস’ এখন খুবই ফেমাস। আপনাদের মতোই মিষ্টি মিহির বিষয়ে জানতে আগ্রহী সকলেই। জি বাংলায় সদ্যই শুরু হয়েছে কে প্রথম কাছে এসেছি। এই ধারাবাহিকের হাত ধরে ফিরে এসেছেন মোহনা মাইতি। সিঙ্গল মাদারের গল্প বলছেন তিনি। সেখানেই তাঁর মেয়ে হিসেবে দেখা যাচ্ছে ছোট্ট মিহি ওরফে রাধিকাকে। তাকে দেখার জন্য অধীর অপেক্ষায় থাকছেন দর্শকরা। কিন্তু তার এই সফর শুরু হল কীভাবে? এখন তো শ্যুটিংয়ের বিরাট চাপ। মিষ্টি মিহি কিভাবে সামাল দেয় পড়াশোনা?

 

আপনারা তো জানেন, রাধিকা কর্মকারকে প্রথম দেখা গিয়েছিল দাদগিরিতে। সেখানে সে প্রতিযোগী হিসেবে এসেছিল। এরপরই সে ডাক পায় জি বাংলার এই মেগায়। যদিও রাধিকা নিজেও একজন সোশ্যাল মিডিয়া স্টার। এই বয়সেই রাধিকা ব্যাপক জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার নজরকাড়া ফলোয়ার্স। নিজের ইউটিউব চ্যানেল রয়েছে।সেখান থেকে প্রায়ই রিল, ব্লগ শেয়ার করে সে। সেসব দেখতে রীতিমতো মুখিয়ে থাকে মানুষজন। রাধিকা বিষয়ে বিশদে জানতে আগ্রহী আমজনতা। ছোট্ট বয়সেই ‘সেলেব’ তকমা পেয়েছে রাধিকা ওরফে মিহি। কিন্তু অভিনয়ে সুযোগ পাওয়ার পর সে পড়াশোনা আর অভিনয় সামলাচ্ছে কী করে!

 

রাধিকার মা সুস্মিতা কর্মকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা আদতে দুর্গাপুরের বাসিন্দা। বর্তমানে তাঁরা রাধিকার শ্যুটিংয়ের জন্য কলকাতাতেই থাকছেন। এখানে রাধিকার বাবার দাদুর বাড়ি। সেখানেই উঠেছেন তাঁরা। এখানেই CRPF মন্টেসারি স্কুলে পড়ছে সে। লোয়ার কেজির ছাত্রী রাধিকা। স্কুলে জানানো হয়েছে তার এই অভিনয়ের বিষয়। স্কুল অনুমতি দিয়েছে। একটা অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছে। শুধু পরীক্ষার সময় নিয়ে যেতে হবে।

 

তার মা জানালেন, হোমওয়ার্কগুলো স্কুল পাঠিয়ে দিচ্ছে। ওগুলো আমি সেটে ব্রেক টাইমে করিয়ে দিচ্ছি। বাচ্চা বলে শ্যুটিং সেটেও ওকে ভীষণ টেক কেয়ার করা হয়। অনকটা সময় বিশ্রাম দেওয়া হয়। খাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। তাই এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি। অনেকের মধ্যে রয়েছে, এটা খুব এনজয় করছে। সকালে উঠে নিজেই বলে, মাম্মা আমরা কখন শ্যুটিংয়ে যাব?’

 

অভিনয় করতে কেমন লাগছে রাধিকার? আদুরে গলায় সে জানালো, ‘মেকআপ করতে খুব ভালো লাগছে। এই সিরিয়ালে কাজ করতেও খুব ভালো লাগছে। আমার অভিনয় করতে ভালো লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে তো আমি অভিনয় করি। দীর্ঘক্ষণ শুটিং চললেও ক্লান্তি নেই তার। জানালো, দাদাগিরির থেকেও ভালো লাগছে সিরিয়ালে অভিনয়।
কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে সায়ন বসু এবং মোহনা মাইতিকে। এখানেই অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে রাধিকা।

https://fb.watch/syKvMbO971/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version