কানাডার হাতে হাত আমেরিকার! দিল্লিকে উল্টো বচন, মোদী অপেক্ষা করছেন

।। প্রথম কলকাতা ।।

কানাডা হয়ে ভারতকে বচন দিচ্ছে আমেরিকা। CIA কানাডার সঙ্গে হাত মিলিয়েছে নাকি? ট্রুডোর পাল্লা ভারী করতে নামছেন বাইডেন। নরেন্দ্র মোদী কী পাল্টা দিতে পারেন? আমেরিকা কি মধ্যস্থতা করাতে চাইছে নাকি বিতর্ক আরও উস্কে দিচ্ছে কানাডাকে নিয়ে কোনও খারাপ কথা শুনতে রাজী নয় ওয়াশিংটন। এর কত বড় প্রভাব পড়তে চলছে এবার ভারত- আমেরিকার সম্পর্কে। আমেরিকা যে এই গোটা কূটনৈতিক দ্বন্দ্বের সঙ্গে আষ্ঠেপৃষ্টে জড়িয়ে এটা তখনই বোঝা গিয়েছিল যখন কানাডা ও ভারত একে অপরের কূটনীতিবিদকে বহিস্কার করার পর প্রথম প্রতিক্রিয়া দেয় যুক্তরাষ্ট্র। রিপোর্ট এমনটাও বের হয় হরদীপ সিং নিজ্জরের হত্যায় কানাডাকে তথ্য সংগ্রহ করে দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সেই আমেরিকাই এবার কী তাহলে এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করবে। দিল্লি আদৌ মানবে তো ওয়াশিংটনের আগ বাড়িয়ে এগোনো?

হোয়াইট হাউসের নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিনি ওয়াটসন এক বিবৃতিতে জানিয়েছেন কানাডার সমালোচনা করেছে আমেরিকা, এধরণের যে খবর আসছে তা ভিত্তিহীন এর কোনও সত্যতা নেই। আমরা এই বিষয়ে কানাডার প্রশাসনের সঙ্গে নিয়মিত আলোচনা করছি। তাদের তদন্তে সমর্থন করছি অন্যদিকে ভারত সরকারের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এমনিতে নিরাপত্তা সংক্রান্ত তথ্য পরস্পরের সঙ্গে ভাগ করে নিতে পারে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা। কারণ এই ৫ দেশের মধ্যে ‘ফাইভ আই অ্যালায়্যান্স’ রয়েছে। তবে এটা অবশ্যই মনে রাখতে হবে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সুসম্পর্ক রয়েছে ভারতেরও। ভারত মহাসাগরে চীনা আধিপত্য রুখতে চতুর্মুখী সমঝোতাও রয়েছে যার অংশ জাপানও।

এখন আমেরিকার আবেদন ভারত যাতে হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর তদন্তে কানাডাকে সাহায্য করে। মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি আগেই জানিয়েছিলেন আমেরিকা চায় স্বচ্ছ পথে বিষয়টির উদঘাটন হোক। কানাডা নিজের মতো করে তদন্ত করুক আমরা তাতে হস্তক্ষেপ করব না। যুক্তরাষ্ট্র ভারতের কাছে আবেদন জানাচ্ছে তদন্তে সবরকমভাবে সহযোগিতা করতে। এক্ষেত্রে কূটনৈতিক মহলের দাবি আসলে দুদেশকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে‌। হোয়াইট হাউসের তরফে কানাডা ও ভারত কোনও দেশের সঙ্গেই কোনওমতেই সম্পর্ক খারাপ করতে চাইছে না ওয়াশিংটন
কারণ দুদেশের সঙ্গেই আমেরিকার রাজনৈতিক, ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে রয়েছে এবার দেখার আমরিকা কোনও বাড়াবাড়ি করলে দিল্লি তার কী পাল্টা দেয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version