৷৷ প্রথম কলকাতা ৷৷
Imran khan:‘পাকিস্তানের পুলিশ বেকার, ইন্ডিয়ান আর্মি ডাকুন ইমরান খানকে ধরতে’৷ পাক পুলিশ রীতিমত মজার খোরাক নেটমাধ্যমে৷ ইমরানের গোপন আস্তানা ঘিরে এত গোলাগুলি চালিয়েও পাক আর্মি দাহা ফেল৷ পিটিআই প্রধানের গ্রেফতারের প্ল্যান চৌপাট খালি হাতে পুলিশ ফিরল৷ জানেন ইমরান খানকে সরিয়ে দেওয়াটা এত জরুরী কেন শাহবাজ সরকারের কাছে? ভাববেন না নাটক শেষ হয়ে গেছে৷ এমুহুর্তে পাকিস্তানের সবথেকে জনপ্রিয় নেতা ইমরান খানের খেলা সবে শুরু৷ কিচ্ছু করতে পারল না পাকিস্তান পুলিশ গ্যাস মাস্ক পরে গোপন ঘাঁটি থেকে বেড়িয়ে এলেন ইমরান খান৷
আদালতে আত্মসমর্পন করতে হবে পিটিআই প্রধানকে৷গ্রেফতারিতে তবেই মিলছে স্থগিতাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসলামাবাদ আদালত৷ এত সংঘর্ষ, সারাদিন গোলাগুলি, শেল ফাটানো সবটাই চলল৷ ইমরান খানের বাড়ি ঘিরেও তাঁকে গ্রেফতার করা গেল না৷ ইসলামাবাদ পুলিশের বিশাল এক বাহিনীর সঙ্গে পাঠানো হয় পাঞ্জাব রেঞ্জার্স নামের আধা-সামরিক বাহিনীকে৷ তবুও ফেল৷ নেটমাধ্যমে রীতিমত মজার খোরাক গোটা ঘটনা৷ অনেকেই খোঁচা দিয়ে বলছেন এর বদলে ভারতীয় সেনাকে ডাকা পারত পাকিস্তান৷ কিন্তু কেন ইমরান খানকে নিয়ে এতটা চাপে পাকিস্তান সরকার?
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ওসব তোষাখানা মামলা টামলা ছাড়ুন৷ পিটিআই প্রধান ইমরান খানকে বাগে আনাটাই শেষ কথা পাক পিএম শাহবাজ শরিফের কাছে
এই মুহূর্তে দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান সম্প্রতি পাকিস্তানে চালানো এক গবেষণায় দেখা যায় জনসমর্থনের দিক থেকে তার ধারে কাছেও নেই আর কোনো নেতা৷ এমনকি দেউলিয়া হওয়া দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চেয়েও জনপ্রিয়তায় দ্বিগুণ এগিয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খান৷ এই জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর জন্য৷ অনেকেই বলছেন এখনই যদি পাকিস্তানে একটা ভোট হয় না কেউ আটকাতে পারবে না ইমরান খানকে জেতার থেকে৷ নির্বাচন হলে আবারও পাকিস্তানের ক্ষমতায় আসতে পারেন পিটিআই নেতা৷ অবশ্য, দ্রুত নির্বাচন করতে ক্রমাগত দাবি জানিয়ে আসছেন ইমরান খান ও তাঁর দল৷ কিন্তু চরম আর্থিক টানাপোড়েনের কারণে হয়ত নির্বাচন স্থগিতই করে দিতে পারে সরকার এমনটাই দাবি করছে বহু মিডিয়া৷
অবশ্য ক্ষমতার আরও কিছুদিন থাকা স্ট্র্যাটেজিও হতে পারে বর্তমান পাক সরকারের৷ তবে ছবি পরিস্কার৷ এত সহজে যে সরিয়ে ফেলা যাবে না এই নেতাকে৷ পরিস্কার বুঝিয়ে দিয়েছেন তাঁর পার্টি পাকিস্তান তেহেরিক-ই- ইনসাফ৷ পাকিস্তান পুলিশের চোখে চোখ রেখে কথা মুখ থুবড়ে পড়ল শাহবাজ শরিফের ফোর্স৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম