।। প্রথম কলকাতা ।।
Kolkata Police Summoned Paresh Rawal: ভোটের প্রচারে গিয়ে কথার খেই হারিয়ে বাঙালির মাছ খাওয়া নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন বিজেপির তারকা প্রচারক পরেশ রাওয়াল। যার ফলে তাঁর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাঙালি জনজাতি। বাঙালিকে নিয়ে তির্যক মন্তব্যের অভিযোগে এবার পরেশ রাওয়ালের ডাক পড়ল কলকাতায়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়। এরপরই কলকাতার তালতলা থানা থেকে নোটিশ পাঠানো হয় পরেশ রাওয়ালকে। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে তাকে তালতলা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।
সূত্রের খবর অনুযায়ী, পরেশ রাওয়ালকে সিআরপিসি ৪১ এ ধারা অনুযায়ী নোটিশ পাঠানো হয়েছে। গত মঙ্গলবার গুজরাট ভোটের আগে জোরদার প্রচারে নেমেছিলেন পরেশ রাওয়াল। সেই রকম একটি সভায় তিনি বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বেঁফাস মন্তব্য করে বসেন। আর তারপরে দেশ জুড়ে তাঁর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে । বিরুদ্ধ জনমত গড়ে উঠতে থাকে। যদিও পরিস্থিতি বেগতিক দেখে বিতর্ক না বাড়াতে নিজে ক্ষমা চেয়ে নেন তিনি। কিন্তু তারপরেও বিক্ষুব্ধদের ক্ষোভ কোন অংশে কমেনি।
উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার গুজরাটের একটি জায়গায় ভোট প্রচারের সভা করতে গিয়ে পরেশ রাওয়াল বলে বসেন, ‘মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাটের মানুষ। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে উঠেন ,তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন ? বাঙালিদের জন্য মাছ ভাজবেন ?” তাঁর এই মন্তব্য আগুনের মতো ছড়িয়ে যায়। এই নিয়েই শুরু হয় বিতর্ক। তিনি সভা মঞ্চ থেকে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিঁধতে গিয়ে গোটা বাঙালি জাতিকে প্রায় অপমান করে বসেন। তাঁর সেই মন্তব্যের জেরেই কলকাতার তালতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও কলকাতা পুলিশের তলব করার প্রসঙ্গে কোনো রকম প্রতিক্রিয়া দেন নি পরেশ রাওয়াল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম