Projapati: নন্দনে উড়ল না ‘প্রজাপতি’, অভিমান করে কী বললেন দেব?

।। প্রথম কলকাতা।।

Projapati: এটা প্রথম নয়, এর আগেও এরকম হয়েছে। কিন্তু বারবার কেন একই জিনিস হয়ে চলেছে? গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’। প্রথম দিন থেকে বক্স অফিসে দারুন সাড়া ফেলেছে ছবিটি। কিন্তু অবাক করার বিষয় হল, এই ছবির জায়গা হয়নি নন্দনে (Nandan)।

মন খারাপ দেবের (Dev)। ট্যুইট করে জানিয়েছেন নন্দনকে কতটা মিস করবেন তিনি। ‘প্রজাপতি’ একটি পারিবারিক ছবি। এই ছবির গল্পে উঠে এসেছে বাবা-ছেলের খুনসুটি। ফের ‘প্রজাপতি’ দিয়ে সকলের মন জিতেছেন অভিজিৎ সেন। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), যাঁর চরিত্রের নাম ‘গৌড়’। মূলত তিনি একজন প্রাণোচ্ছ্বল মানুষ। তাঁর ছেলে দেব। ছবিতে দেবের চরিত্রের নাম জয়। পেশায় সে ওয়েডিং প্ল্যানার। কিন্তু নিজের বিয়ে নিয়ে তাঁর কোনও মাতামাতি নেই। এদিকে ছেলের বিয়ে দেওয়ার জন্য সবকিছু করতে পারেন বাবা গৌড়। আর তিনি কী কী করেন তাই নিয়েই গল্প। এরকম বাবা-ছেলের মান অভিমান, খুনসুটি নিয়ে গল্পকে জায়গা দেয়নি নন্দন।

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মমতা শঙ্কর (Mamata Shankar), শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) সহ অনেকে। এদিকে কলকাতা সহ বাংলার কমবেশি সমস্ত হলে প্রজাপতি থাকলেও, নন্দনে প্রজাপতি ওড়েনি। সোশ্যাল মিডিয়ায় দেব লেখেন, ‘এবার আমরা তোমায় মিস করব নন্দন। কিন্তু কোনও ব্যাপার না। আবার দেখা হবে’। মনে হচ্ছে এক প্রকার অভিমান হয়েছে অভিনেতার।

এর আগে সৃজিত মুখোপাধ্যায়েরও (Srijit Mukherji) এরকমই অভিমান হয়েছিল। ‘এক্স ইকুয়াল্স টু প্রেম’ (X=Prem) ছবি নিয়ে বিস্তার সমালোচনা হয়েছিল। রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) ‘হাবজি গাবজি’ (Habji Gabji) স্লট পেলেও সৃজিতের ছবি পায়নি। আর তাতেই কিছুটা ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ (Aparajito), রাহুল বন্দোপাধ্যায়ের ‘আকাশ অংশত মেঘলা’ এই ধরনের ছবিগুলি জায়গা পায়নি নন্দনে। এবার সেরকমই কিছু হয়েছে প্রজাপতির সঙ্গেও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version