Sikkim Tour: শিলিগুড়ি থেকে মিলছে না সিকিম যাওয়ার বাস-গাড়ি, চরম ভোগান্তি পর্যটকদের

।। প্রথম কলকাতা ।।

Sikkim Tour: সিকিমে বনধ ডাকার কারণে চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হয়েছে পর্যটকদের। ১২ ঘন্টার বনধ চলছে। এই বনধ (Strike) ডাকা হয়েছে সিকিম জয়েন্ট অ্যাকশন কাউন্সিলের তরফ থেকে। যার কারণে বুধবার সকাল থেকেই কোনরকম বাস ও গাড়ি চলাচল করছে না। শিলিগুড়ি হয়ে সিকিমে (Sikkim) যারা যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁরা নির্দিষ্ট বাস গাড়ি না পাওয়ার ফলে শিলিগুড়িতেই (Siliguri) অপেক্ষা করছেন। এতে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে পর্যটকদের । কারণ অনেকেই প্রায় ধরা-বাঁধা সময় হাতে নিয়ে ঘুরতে এসেছিলেন। এরকম পরিস্থিতিতে আদৌ সিকিম ঘোরা সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

জানা যায়, বুধবার ১২ ঘণ্টার বনধ শেষ হবে সন্ধ্যা ছ’টা নাগাদ। ততক্ষণ কোন পর্যটক (Tourist) সিকিমে প্রবেশ করতে পারবেন না। কারণ গাড়ি বাস কিছুই চলছে না। তবে সন্ধ্যা ছ’টার পর হয়তো বাস গাড়ি চলাচল শুরু হবে এবং তখন সিকিমে যেতে পারবেন তাঁরা। এদিন বহু পর্যটককেই শিলিগুড়ি জংশনে বাস ধরতে এসে হতাশ হতে দেখা যায়। বর্তমানে তাঁরা অপেক্ষারত রংপোর কাছে বাংলা সিকিম সীমান্তে। শিলিগুড়িতে আটকে পড়া বহু পর্যটক (Traveller) ইতিমধ্যে সমস্যার মুখোমুখি হয়েছেন। এমনও অনেকে রয়েছেন যারা প্রথমবারের জন্য সিকিম ঘুরতে এসেছিলেন। তারই মধ্যে এই জটলা।

সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট এর এই আন্দোলনে জেরে পর্যটন ব্যবসা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাই আশঙ্কা করছেন সিকিমের ব্যবসায়ীরা। এই সিকিমের আন্দোলনকে কেন্দ্র করে যে সকল পর্যটকরা শিলিগুড়ি থেকে আসছিলেন তাঁরা অনেকেই বুকিং বাতিল করতে পারেন। সে ক্ষেত্রে গাড়ি চালক থেকে শুরু করে হোটেল মালিক সবাইকেই ক্ষতির মুখোমুখি হতে হবে। গরম পড়ার মুখে এমনিতেই প্রতিবছর পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে সিকিমে। আর এখন ঠিক সেই সময় । কাজেই এখন সিকিমের এই পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য লাটে উঠতে পারে।

একদিকে যেমন সিকিমের পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে তেমনি পর্যটকদের ধারণা এই আন্দোলন এবং বনধের জেরে হয়তো গাড়ির ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে গাড়ির চালকরা। সেখানে জিনিসের দামও বৃদ্ধি পাওয়া অসম্ভব নয় বলেই মনে করছেন তাঁরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version