Holong Bunglow Fire: ভস্মীভূত হলং, চোখের নিমেষে ছাই ঐতিহ্যবাহী বাংলো

।। প্রথম কলকাতা ।।

 

Holong Bunglow Fire: ডুয়ার্সের বন বাংলো বলতে একেবারে প্রথমে যে নামটা আসত সেই হলং বনবাংলোতে বিধ্বংসী আগুন। ভ্রম পিপাষুদের কাছে এই বাংলোর ‘আবেগ’ ছিল আলাদা। নিমেষে আগুনে পুড়ে শেষ হয়ে যায় বাংলোটি। ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ থাকার জেরে বাংলোতে কোনও পর্যটক ছিলেন না। তাই এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। তবে হলং বনবাংলো পুড়ে যাওয়ার ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা উত্তরবঙ্গকে।

 

মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা কাঠের এই বাংলোটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই বাংলাতে আগুন ধরে যায়। ঘটমাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন গেলেও হলং বাংলোকে আর রক্ষা করা যায়নি। কয়েকজন কর্মচারী এই বাংলোর দেখাশোনা করতেন। তাঁরাই প্রথমে আগুন দেখতে পান। কিন্তু কিছু করে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠের এই বাংলো।

 

দেশ-বিদেশের বহু পর্যটকরা এই বাংলোতে আসতেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন নিয়মিত এই বাংলোতে যেতেন জ্যোতি বসু। হলং বনবাংলো তৈরি হয়েছিল ১৯৬৭ সালে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে ৫০ বছরের বেশি পুরনো এই বনবাংলো।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version